ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

ডিসেম্বরে রায় প্রকাশ হলে নির্বাচনে বাধা থাকবে না: সারজিস আলম

২০২৫ অক্টোবর ১৩ ১৮:৩৮:৩৮

ডিসেম্বরে রায় প্রকাশ হলে নির্বাচনে বাধা থাকবে না: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক :জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনাসহ গুম-খুনের নির্দেশদাতাদের অনেকের বিচারকার্য সম্পন্ন করে রায় প্রকাশ করা সম্ভব হলে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পথে কোনো বাধা থাকবে না।

সোমবার (১৩ অক্টোবর) জামালপুরে জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

চট্টগ্রাম বন্দরের তিনটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে সারজিস আলম বলেন, দেশের স্বার্থে কোনো সিদ্ধান্ত হলে এনসিপি তাতে দ্বিমত করবে না। তবে জাতীয় স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে দলটি।

তিনি আরও জানান, জাতীয় নাগরিক পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো জোট বা এলায়েন্সে যেতে পারে। তবে দলটি নিজেদের প্রতীকেই নির্বাচন করবে।

সভায় রাজনৈতিক দলগুলোর মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে গঠনমূলক রাজনীতির আহ্বানও জানান তিনি।

জামালপুরে অনুষ্ঠিত এই জেলা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জেলা সমন্বয়কারী লুৎফর রহমান। এতে এনসিপির কেন্দ্রীয় নেতা মশিউর আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত