ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

২০২৫ অক্টোবর ১৩ ১৭:৩৪:৩৭

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

নিজস্ব প্রতিবেদক :সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ভৈরবের পৈতৃক বাসভবনটি এখন ‘সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বাসভবনটির নিচতলা ভাড়া নিয়ে সেখানে শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে, তবে ভবনের উপরতলা ভাড়া দেওয়া হয়নি।

স্কুলের মালিক ও ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত জানান, জিল্লুর রহমানের পরিবারের সদস্য মরহুম তারা মিয়ার ছেলে নইম বর্তমানে স্কুলটির অংশীদার। নইমই রাষ্ট্রপতির পরিবারের ওয়ারিশদের সঙ্গে আলোচনা করে বাসভবনটি স্কুলের জন্য ভাড়া নেওয়ার ব্যবস্থা করেন।অধ্যক্ষ বাসেত আরও বলেন, "আমার স্কুলটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত। শুরুতে তারা মিয়া আমার অংশীদার ছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে নইম এখন আমার অংশীদার হিসেবে আছেন।"

তিনি আরও জানান, গত বছরের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলায় বাসভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভবনটি সংস্কার করতে গিয়ে তাকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে, যা তিনি পরবর্তীতে ভাড়া থেকে সমন্বয় করবেন বলে বাসাভাড়া সংক্রান্ত আলোচনায় স্থির হয়েছে।

বাসেত বলেন, “নিচতলা ব্যবহার করলেও উপরের তলা আমি ভাড়া নেইনি। এই বাড়িটি শিক্ষার্থীদের পদচারণায় এখন জীবন্ত হয়ে উঠেছে। আমি নিজেও একটি ভালো পরিবেশ পেয়েছি, তাই ভবনটি ভাড়া নিয়েছি।”

স্কুলের অংশীদার নইমের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, জিল্লুর রহমানের পরিবারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, তাঁর দুই মেয়ে রয়েছেন, তবে তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে কেউ নিশ্চিত নয়।

২০০৯ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর জিল্লুর রহমানের একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিও ছিলেন। মাঝেমধ্যে তিনি ভৈরবের এই বাসভবনে যাতায়াত করতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তার কোনো খোঁজ মেলেনি। স্থানীয়দের ধারণা, তিনি সপরিবারে দেশ ছেড়ে চলে গেছেন।

ভৈরবপুর উত্তরপাড়ায় অবস্থিত এই বাড়িটি ছিল জিল্লুর রহমানের জন্মস্থান। তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে পাঁচবার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ঢাকার গুলশানে নিজস্ব বাসভবনে থাকতেন এবং পরিবারের সদস্যরাও সেখানে বসবাস করতেন। ফলে ভৈরবের বাড়িটিতে কেবল একজন কেয়ারটেকার থাকতেন। ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলার পর এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। দীর্ঘ সময় ধরে তার কোনো উত্তরসূরিও বাড়িতে যাননি বা সংস্কারের উদ্যোগ নেননি।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত