ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

হুবহু সংবাদ ছাপার অভিযোগ

একই জেলার ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

২০২৫ অক্টোবর ১৩ ২০:৪৯:০৭

একই জেলার ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

নিজস্ব প্রতিবেদক: একই তারিখে হুবহু একই সংবাদ বারবার প্রকাশ করাসহ একাধিক অভিযোগে ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্র বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। এর আগে একই সংবাদ প্রকাশের দায়ে পত্রিকাগুলোকে শোকজ করা হলেও সন্তোষজনক জবাব না মেলায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) এসব পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিলের আদেশ জারি করে প্রশাসন। তবে বিষয়টি জানাজানি হয় সোমবার (১৩ অক্টোবর)।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উম্মে হাবীবা মীরা গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কারণ নিশ্চিত করে বলেন, অনুমোদিত ছাপাখানা থেকে পত্রিকাগুলো ছাপা হয়নি। এছাড়া ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইনের কিছু ধারা লঙ্ঘন করে পত্রিকাগুলো প্রকাশিত হচ্ছিল। তাই ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

ডিক্লারেশন বাতিল হওয়া ১১টি পত্রিকার মধ্যে রয়েছে মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত ‌দৈনিক ঈষিকা, এনবিএম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, এফএমএ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ, মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, রেবেকা ইয়াসমিন প্রকাশিত দৈনিক জাহান ও নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা।

এর আগে চলতি বছরের ১৬ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি পত্রিকার দুটি পাতায় সব প্রতিবেদন হুবহু প্রকাশ করায় পত্রিকাগুলোর সম্পাদক ও প্রকাশকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছিল জেলা প্রশাসন। সে সময় শোকজের চিঠিতে বলা হয়েছিল, বিগত ৩০ মার্চ, ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল ভিন্ন ভিন্ন সংবাদপত্রে ভিন্ন ভিন্ন সম্পাদক ও প্রকাশক একই সংবাদ, একই আঙ্গিকে, একই তারিখে প্রকাশ করেছেন। শোকজ করা ১৩টি পত্রিকার মধ্যে দৈনিক সবুজ ও দৈনিক নিউ টাইমস ছাড়া বাকি ১১টির ডিক্লারেশন বাতিল করা হলো।

এদিকে, দৈনিক দেশের খবর পত্রিকার সম্পাদক এফএমএ ছালাম ডিক্লারেশন বাতিলের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। তবে আমরা এই বিষয়ে উচ্চ আদালতে (হাইকোর্টে) যাবো। একই বক্তব্য দেন দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক আ ন ম ফারুক।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত