ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
ঢাবির তিন ট্রাস্ট ফান্ড থেকে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি

ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের জন্য তিনটি ভিন্ন ট্রাস্ট ফান্ড থেকে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি (স্কলারশিপ) মঞ্জুর করা হয়েছে । ২০২৩ সনের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের নিয়মিত ও সদাচারী শিক্ষার্থীরা এই বৃত্তি পাচ্ছেন । প্রশাসনিক ভবন থেকে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৪) এর আদেশে এই বৃত্তিগুলো মঞ্জুর করা হয় ।
১. নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল বৃত্তি, ২০২৩
২০২৩ সনের বি.এস.এস. (সম্মান) পরীক্ষায় অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী তিন শিক্ষার্থীকে নুজহাত জাহাঙ্গীর মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড থেকে এককালীন ১৫,০০০ টাকা করে বৃত্তি মঞ্জুর করা হয়েছে ।
শিক্ষার্থীর নাম; লুবাব বিনতে হালিম, বিভাগ; অর্থনীতি, পরীক্ষার রোল/শিক্ষাবর্ষ; ২৮৬৫৮/২০১৯-২০২০, হল; রোকেয়া হল।
শিক্ষার্থীর নাম; রেশমী, বিভাগ; সমাজবিজ্ঞান, পরীক্ষার রোল/শিক্ষাবর্ষ; ১৯৪৫৭/২০১৯-২০২০, হল; কবি সুফিয়া কামাল হল ।
শিক্ষার্থীর নাম; নূর নিশাত আনঝুম, বিভাগ; নৃবিজ্ঞান, পরীক্ষার রোল/শিক্ষাবর্ষ; ৯৪২৩৩/২০১৯-২০২০, হল; কবি সুফিয়া কামাল হল
২. রণদা প্রসাদ রায় অ্যাকাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড স্কলারশিপ, ২০২৩
২০২৩ সনের বি.এস. (সম্মান) পরীক্ষায় গণিত এবং ফলিত গণিত বিষয়ে হিন্দু শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী নিম্নলিখিত দুই শিক্ষার্থীকে রণদা প্রসাদ রায় অ্যাকাডেমিক এক্সেলেন্স ট্রাস্ট ফান্ড থেকে এককালীন ৪০,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হয়েছে ।
শিক্ষার্থীর নাম; জয়ন্তি ঘোষ, বিভাগ; গণিত, পরীক্ষার সন/রোল, ২০২৩/২৩৩৩২২৯, হল; রোকেয়া হল ।
শিক্ষার্থীর নাম; অভয় রয়, বিভাগ;ফলিত গণিত, পরীক্ষার সন/রোল; ২০২৩/২৩৩০৫৭৭, হল; জগন্নাথ হল
৩. বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর-উজ-জামান ট্রাস্ট ফান্ডের বৃত্তি (২০২২-২৩ ও ২০২৩-২৪)
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২০২৩ এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নিম্নলিখিত শিক্ষার্থীদের তাদের সদাচরণ, ক্লাসে নিয়মিত উপস্থিতি এবং লেখাপড়ায় সন্তোষজনক অগ্রগতি সাপেক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর-উজ-জামান ট্রাস্ট ফান্ড থেকে প্রত্যেককে এককালীন ১৫,০০০ টাকা করে বৃত্তি মঞ্জুর করা হয়েছে ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা (২০২২-২০২৩ শিক্ষাবর্ষ):
শারমীন আক্তার: ৩য় বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: ফম-১১০-০২২, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ।
তাসনিম আহম্মদ: ৩য় বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: জস-১১০-১২৬, কবি জসীম উদ্দীন হল ।
রাশেদা আক্তার: ২য় বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: কম-১১০-০৫০, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ।
মো: রাসেল সরকার অন্তর: ২য় বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: সয-১১০-০৬৮, সূর্যসেন হল ।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা (২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ):
ফাতিমা ফারহানা: ২য় বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: রক-১১০-০৩১, রোকেয়া হল ।
সাগর হাওলাদার: ২য় বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: এএ-১১০-০৮৬, স্যার এ এফ রহমান হল ।
তৌফিকুন্নাহার নাদিয়া: ১ম বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: রক-১১০-০৭১, রোকেয়া হল ।
মো. মাহমুদুল হাসান: ১ম বর্ষ বি.এ. (সম্মান), শ্রেণি রোল: বএ-৫২, বিজয় একাত্তর হল ।
বিশেষ ঘোষণা: বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর-উজ-জামান ট্রাস্ট ফান্ডের বৃত্তি পরবর্তীতে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে । অনুষ্ঠানের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে