ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

পাঁচ ব্যাংক একীভূতকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কবার্তা

২০২৫ অক্টোবর ১৩ ১৭:২৫:২৬

পাঁচ ব্যাংক একীভূতকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করেছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে এ কথ বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কিছু স্বার্থান্বেষী মহল সম্প্রতি বিনিয়োগকারীদের ক্ষতির আশঙ্কা তৈরি করার জন্য এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকারের কোনো সিদ্ধান্তে এমন কোনো পদক্ষেপ নেই যা বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ করবে। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।

অর্থ মন্ত্রণালয় জনগণকে অনুরোধ করেছে, এ ধরনের মিথ্যা তথ্যের প্রভাবে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকতে। তারা জানিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব এবং এর কোনও ভিত্তি নেই।

আরও পড়ুন-

১৩ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ১৯ খবর

বিনিয়োগকারীরা নিশ্চিন্ত থাকতে পারেন যে, তাদের স্বার্থ রক্ষায় সরকার সবসময়ই সচেতন এবং যে কোনো সম্ভাব্য সিদ্ধান্তে এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত