ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

শেয়ারবাজারে ‘শনির দশা’র নেপথ্যে ১০ কোম্পানি

হাসান মাহমুদ ফারাবী
হাসান মাহমুদ ফারাবী

রিপোর্টার

২০২৫ অক্টোবর ১২ ১৮:৩৭:৩৩

শেয়ারবাজারে ‘শনির দশা’র নেপথ্যে ১০ কোম্পানি

হাসান মাহমুদ ফারাবী: গত চার কার্যদিবস যাবত শেয়ারবাজারে চলছে ধারাবাহিক দরপতন। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ সেপ্টেম্বর) পতনের মাত্রা আরও বিশাল হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গত আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে নেমে এসেছে। আজ ডিএসইর সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্টের বেশি কমে অবস্থান করছে ৫ হাজার ২ হাজার ২০২ পয়েন্টে। এর আগে সূচকটি গত ২০ জুলাই ছিল সর্বনিম্ন ৫ হাজার ১৯৪ পয়েন্ট। গত সপ্তাহের টানা দরপতনে সবার প্রত্যাশা ছিল আজ বাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু বাজার ঘুরে দাঁড়ানোর পরিবর্তে শনির কবলে পড়ে দশাই দেখেছে, আর যার নেপথ্যে ছিল ১০ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ১০টি হলো- ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিএটিবিসি, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং পূবালী ব্যাংক। আজ এই ১০ কোম্পানি ডিএসইর সূচক থেকে ২৮ পয়েন্ট মাইনাস করে দিয়েছে। তা-না হলে সূচকের মাত্রা আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন রেকর্ড গড়তো না।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট মাইনাস করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে ৬ পয়েন্ট মাইনাস সরেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ২.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮ টাকা ২০ পয়সায়। আর দিনশেষে ব্যাংকটির ৩ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস করেছে ওয়ালটন হাইটেক। আজ ডিএসইর সূচক থেকে ৫ পয়েন্টের বেশি মাইনাস করেছে কোম্পানিটির। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৮০ পয়সা বা ২.৬৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯৫ টাকা ৮০ পয়সায়। আর দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট মাইনাস হয়েছে সিটি ব্যাংকের কারণে। ব্যাংকটির কারণে আজ ডিএসইর সূচক থেকে ৩ পয়েন্টের বেশি মাইনাস হয়েছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৮০ পয়সা বা ৩.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪ টাকা ১০ পয়সায়। আর দিনশেষে ব্যাংকটির ৮ কোটি ৩২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ৩ পয়েন্টের বেশি, বিএটিবিসি প্রায়, ৩ পয়েন্ট, প্রাইম ব্যাংক ২ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংক প্রায় ২ পয়েন্ট, সোস্যাল ইসলামী ব্যাংক প্রায় ২ পযেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১ পয়েন্টের বেশি এবং পূবালী ব্যাংক ১ পয়েন্ট মাইনাস করেছে।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত