ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

তলানিতেও কালো মেঘ, ঘুরে দাঁড়ানোর নেই শক্তি!

আবু তাহের নয়ন
আবু তাহের নয়ন

সিনিয়র রিপোর্টার

২০২৫ অক্টোবর ১২ ১৮:১৭:৫৪

তলানিতেও কালো মেঘ, ঘুরে দাঁড়ানোর নেই শক্তি!

আবু তাহের নয়ন: ধারাবাহিক দরপতনে এমনিতেই লোকসানের পরিমাণ বেড়ে চলেছে। তার উপর আবার কিছু কোম্পানির দর ধারাবাহিকভাবে কমে তলানিতে গিয়ে ঠেকেছে। বিনিয়োগকারীরা চাইলেও সেসব শেয়ার লোকসানেও বিক্রি করতে পারছেন না। আবার শেয়ারগুলো ঘুরে দাঁড়ানোর শক্তিও দেখা যাচ্ছে না।

বাজার পর্যালোনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের বড় বিপর্যয় হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। যার মধ্যে সর্বোচ্চ দর কমেছে ১১টি কোম্পানির। যেগুলো ক্রেতা সঙ্কটের কারণে হল্টেড হয়ে গেছে।

কোম্পানিগুলো হলো- বিআইএফসি, পিপলস লিজিং, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং এবং ইউনিয়ন ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর কমেছে বিআইএফসি। আজ কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে পিপলস লিজিংয়ের। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকায়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে সোস্যাল ইসলামী ব্যাংকের। আজ কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সিম ব্যাংকের ৩০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১০ পয়সা বা ৭.১৪ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ এবং ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৫.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- ৩ টাকা ৬০ পয়সা, ১ টাকা ২০ পয়সা, ২ টাকা ৫০ পয়সা, ১ টাকা ৩০ পয়সা, ২ টাকা ৭০ পয়সা, ১ টাকা ৪০ পয়সা, ১ টাকা ৪০ পয়সা ও ১ টাকা ৭০ পয়সায়।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত