ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

স্থিতিশীল শেয়ারবাজারের পথে বাঁধা চিহ্নিত কারসাজিচক্র

২০২৫ অক্টোবর ১২ ১৫:২৮:২৬

স্থিতিশীল শেয়ারবাজারের পথে বাঁধা চিহ্নিত কারসাজিচক্র

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীরা বাজার ঘুরে দাঁড়ানোর আশা করলেও সেই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে শেয়ারবাজারে সক্রিয় কারসাজি চক্র। চক্রটি নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইচ্ছে মতো উত্থান-পতন ঘটাচ্ছে। গত সপ্তাহের টানা পতনের পর চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও, বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। সূচক ঘুরে দাঁড়ানোর পরিবর্তে ভয়াবহ পতনের মধ্যে টাকার অংকে লেনদেন বেড়ে গেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, শেয়ারবাজারে এই চক্র প্রতিনিয়ত কারসাজির মাধ্যমে নিজেরা লাভ তুলে নিচ্ছে। তারা কম দরে শেয়ার কিনতে গুজব ছড়ায় এবং পরবর্তীতে টার্গেটের লাভের জন্য বাজারে উত্থান ঘটায়। এরফলে বাজার তার স্বাভাবিক স্থিতিশীলতা হারায় এবং সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়ে। তাই নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাজার মনিটরিং আরও জোরদার করা অপরিহার্য বলে মনে করছেন তারা।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য উত্থান নিয়ে লেনদেন শুরু হয়। তবে উত্থানের স্থায়িত্ব খুব কম ছিল। সূচক দিনের শুরু থেকে মধ্যাহ্ন পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে ঘোরাফেরা করে। দুপুর ১২টার পর তা একটানা নেমে যেতে দেখা যায়। দিনশেষে সূচকের ভয়াবহ পতনের মধ্যেও টাকার অংকে লেনদেন বেড়েছে, যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০২.৪৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৯.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৪.৭৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৪.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৯৮.৪৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৪৭টির দর বেড়েছে, ৩১১টির দর কমেছে এবং ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ১৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২২ কোটি ৬১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩২টির, কমেছে ১৪৭টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৫.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬২.৩৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৬.৬২ পয়েন্ট কমেছিল।

এসএখান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত