ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে বাজারে ফিরছেন বিনিয়োগকারীরা

২০২৫ অক্টোবর ১২ ০৮:০১:৩৪

ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে বাজারে ফিরছেন বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: টানা পতনের পর বিনিয়োগকারীরা আজ (রবিবার) আশাবাদী দৃষ্টিতে নতুন সপ্তাহের লেনদেনে নামছেন। গত সপ্তাহে দেশের দুই শেয়ারবাজারেই সূচক কিছুটা কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা, রিজার্ভ, আমদানি-রপ্তানি ও রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় বাজার শিগগিরই ঘুরে দাঁড়াবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩৩ পয়েন্ট বা ২.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৩ পয়েন্টে। তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) বিনিয়োগে আগ্রহ বাড়ায় এসএমই ইনডেক্স ৯.৮৩ শতাংশ বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে পৌঁছেছে—যা বাজারে ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে।

বাজার মূলধনের হিসাবে, সপ্তাহ শেষে ডিএসইর বাজারমূল্য দাঁড়ায় ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ৭ হাজার ৯৩৬ কোটি টাকা কম। তবে আশাব্যঞ্জক দিক হলো—লেনদেনের পরিমাণ বেড়েছে প্রায় ১ হাজার ৪২৫ কোটি টাকা। গত সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ২৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যেখানে আগের সপ্তাহে ছিল ১ হাজার ৮৬০ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইর ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়, এর মধ্যে ৭৯টির দাম বেড়েছে, ২৯৮টির কমেছে এবং ১৯টির অপরিবর্তিত ছিল। বাজার বিশ্লেষকদের মতে, স্বল্পমেয়াদি পতনের মধ্যেও লেনদেন বাড়া—বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ারই ইঙ্গিত দেয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই প্রবণতা লক্ষ্য করা গেছে। সপ্তাহ শেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪৭ পয়েন্টে, তবে ক্ষুদ্র ও মাঝারি খাতের সূচক ৭ দশমিক ৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪ পয়েন্টে।

সপ্তাহ শেষে সিএসইর বাজারমূল্য দাঁড়ায় ৭ লাখ ১৭ হাজার ৫৮৮ কোটি টাকায়, যা আগের সপ্তাহের তুলনায় ২ হাজার ৮৩১ কোটি টাকা কম। অন্যদিকে লেনদেনের পরিমাণ বেড়েছে ২৪ কোটি টাকারও বেশি, দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকায়।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, “সামষ্টিক অর্থনীতির সূচক ভালো থাকায় এই পতন স্বল্পমেয়াদি। ডলার পরিস্থিতি ও রাজনৈতিক স্থিতিশীলতা বাজারে নতুন আস্থা ফিরিয়ে আনবে।”

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত