ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

'দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে বিশ্বাস করছে না'

২০২৫ অক্টোবর ১১ ২০:৪৭:১৩

'দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে বিশ্বাস করছে না'

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টারা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বারবার বললেও, দেশের সাধারণ মানুষ তা বিশ্বাস করছে না।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকারের তথ্য উপদেষ্টা যখন বলছেন যে প্রশাসনের সব পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে, তখন এমন 'প্রহসনের প্রশাসন' দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, তা একজন শিশুও বিশ্বাস করবে না। তিনি প্রশ্ন তোলেন, "ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না?" এই প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত আছে, যা দেশের সাধারণ মানুষের সংশয় প্রমাণ করে।

তিনি দেশে 'মব সন্ত্রাস' চলছে বলেও উল্লেখ করেন এবং বলেন, অনেকেই এই সন্ত্রাসের ভয়ে ভীত এবং সত্য কথা বলছেন না। মব সন্ত্রাসের পাশাপাশি দেশজুড়ে হত্যাকাণ্ড চলছে, যেখানে প্রতিদিন অজ্ঞাত মরদেহ উদ্ধার হচ্ছে এবং প্রকাশ্যে গুলি ও জবাই করে মানুষ হত্যা করা হচ্ছে। এমন চরম অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলা 'হাস্যকর' বলে তিনি মন্তব্য করেন।

গায়ের জোরে সংবিধান পরিবর্তনের চেষ্টা না করারও আহ্বান জানান আনিসুল ইসলাম। তিনি বলেন, "আগামী ১০ বছর পর আরেকটা বিপ্লবের মাধ্যমে বলা হবে, যারা সংবিধান পরিবর্তন করেছিলেন তারা অপরাধী, তাদের বিচার হবে।" সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত পার্লামেন্ট দরকার উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পরেও চাইলে সংবিধান পরিবর্তন করে দেশ শাসন করা যেত, কিন্তু তা করা হয়নি। সাংবিধানিকভাবে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, তাই এখন আর সংবিধান পরিবর্তনের কথা ভাবা উচিত নয়।

জাতীয় যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এবং নির্বাহী চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত