ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

ফাহিমার ঘূর্ণি জাদুও রুখতে পারল না হেদার নাইটকে

২০২৫ অক্টোবর ০৭ ২৩:১৪:২৬

ফাহিমার ঘূর্ণি জাদুও রুখতে পারল না হেদার নাইটকে

স্পোর্টস ডেস্ক: গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। জয়ের দারুণ আশা জাগিয়েও শেষ পর্যন্ত ইংলিশ অধিনায়ক হেদার নাইটের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের কাছে পরাজয় বরণ করতে হলো বাঘিনীদের। চাপের মুখে ১১১ বলে ৭৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাইট।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হলেও দ্রুত ওপেনিং জুটি ভেঙে যায়। রুবাইয়া হায়দার ঝিলিক (৪) ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (০) দ্রুত বিদায় নেন। ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা ৫২ বলে ৩০ রান করে আউট হন। তবে এক প্রান্ত আগলে রেখে খেলে যান সোবহানা মোস্তারী। তার ধৈর্যশীল ব্যাটিংয়ে বাংলাদেশ এগিয়ে যায় এবং তিনি একটি দারুণ ফিফটিও হাঁকান। অষ্টম উইকেট জুটিতে রাবেয়া খানের (২৭ বলে ৪৩ রান) ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ ১৭৮ রানের পুঁজি দাঁড় করায়। ইংল্যান্ডের হয়ে সোফি একলেস্টোন ৩ উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খায়। মারুফা আক্তার প্রথম ওভারেই অ্যামি জোনসকে এবং পরে ট্যামি বিউমাউন্টকে আউট করে বাংলাদেশকে দুর্দান্ত সূচনা এনে দেন। ২৯ রানে ২ উইকেট হারানোর পর হেদার নাইট দলের হাল ধরেন। ন্যাট স্কিভার-ব্রান্ট (৩২) ভালো খেললেও ফাহিমা খাতুনের লেগ স্পিনে ইংলিশ মিডল অর্ডারে ধস নামে। ফাহিমা দুর্দান্ত বোলিং করে ৭৮ রানের মধ্যেই ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেন, যার মধ্যে সোফিয়া ডাঙ্কলে এবং এম্মা ল্যাম্বও ছিলেন। সানজিদা আক্তার মেঘলা এলিস ক্যাপসেকে আউট করলে ১০৩ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড, যা বাংলাদেশের জয়ের সম্ভাবনা উজ্জ্বল করে তোলে।

কিন্তু হেদার নাইট এক প্রান্তে টিকে থেকে চাপ সামলে খেলেন এবং অর্ধশতক পূরণ করেন। তাকে দারুণভাবে সঙ্গ দেন চার্লি ডিন, যিনি ৫৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন। এই জুটি আর ভাঙতে পারেনি বাংলাদেশ। ২৩ বল হাতে রেখে ৪ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। হেদার নাইট ১১১ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ৩ উইকেট, মারুফা আক্তার ২ উইকেট এবং সানজিদা আক্তার মেঘলা ১ উইকেট শিকার করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত