ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

দ্রুত ওজন কমানোর টিপস

২০২৫ অক্টোবর ০৫ ১৬:২৫:৪৯

দ্রুত ওজন কমানোর টিপস

ডুয়া ডেস্ক: উৎসব বা বিশেষ দিনের আয়োজন মানেই পেটপুরে খাবার! তবে কয়েকদিনের এই ভোজন উৎসবের পর ওজন মাপার যন্ত্রই জানিয়ে দেয় দুঃসংবাদ—ওজন বেড়েছে ২–৩ কেজি। তখনই শুরু হয় মন খারাপ আর বাড়তি ওজন কমানোর চিন্তা। অথচ নিয়মিত কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই বাড়তি মেদ ঝরানো সম্ভব।

চলুন জেনে নেই, কীভাবে দৈনন্দিন জীবনের কয়েকটি অভ্যাসে কমিয়ে ফেলতে পারে অতিরিক্ত ওজন—

সকালের নাশতায় রাখুন প্রোটিনঅনেকেই ব্রেকফাস্টে প্রোটিন খেতে ভুলে যান—এটাই ওজন না কমার অন্যতম কারণ। তাই সকালের নাশতায় রাখুন প্রোটিনসমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছ, মুরগি কিংবা সয়াবিন। এতে দীর্ঘসময় পেট ভরা থাকবে, কমবে অপ্রয়োজনীয় খিদে, আর শরীর পাবে প্রয়োজনীয় শক্তি।

দিনের শুরু লেবু পানিতেদিন শুরু করুন এক গ্লাস হালকা গরম লেবু পানি দিয়ে। এতে আছে অ্যান্টি-অক্সিডেন্ট ও ডিটক্স উপাদান, যা শরীরকে বিষমুক্ত করে এবং মেটাবোলিজমের গতি বাড়ায়। নিয়মিত সকালে খালি পেটে লেবু পানি পান করলে দ্রুত ওজন কমতে শুরু করবে।

পর্যাপ্ত ঘুম অপরিহার্যওজন নিয়ন্ত্রণে ঘুমের ভূমিকা অনেক। প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমালে শরীরে স্ট্রেস হরমোনের মাত্রা কমে, বিপাক ক্রিয়া স্বাভাবিক থাকে, ফলে সহজেই ওজন কমে।

নিয়মিত ব্যায়াম করুনওজন কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত ব্যায়াম। প্রতিদিন অন্তত ৩০ মিনিট কার্ডিও বা স্ট্রেনথ ট্রেনিং করলে শরীরের অতিরিক্ত চর্বি দ্রুত ঝরে যাবে। ব্যায়াম শুধু মেদই কমায় না, মন ও শরীর দুই-ই রাখে সতেজ।

খাওয়ার অভ্যাসে আনুন পরিবর্তনখেতে বসলে অনেকেই অজান্তে অতিরিক্ত খেয়ে ফেলেন—এটাই বাড়তি ওজনের মূল কারণ। তাই টিভি বা মোবাইল দেখে খাওয়া বাদ দিন, ধীরে ধীরে মাইন্ডফুল ইটিং অভ্যাস করুন। অল্প খাবেন, ভালো করে চিবিয়ে খাবেন—দেখবেন উপকার মিলছে হাতেনাতে।

এই কয়েকটি সহজ অভ্যাস মেনে চললে মেদ ঝরানো শুধু সম্ভবই নয়, আপনি থাকবেন আরও সতেজ ও সুস্থ।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত