ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

দান সম্পদের বৃদ্ধি ও আল্লাহর দয়ার চাবিকাঠি

২০২৫ অক্টোবর ০৪ ১৫:৩০:১১

দান সম্পদের বৃদ্ধি ও আল্লাহর দয়ার চাবিকাঠি

নিজস্ব প্রতিবেদক :মানুষ পার্থিব জীবনকে সুন্দর ও সুখময় করে তুলতে সম্পদ উপার্জন ও সঞ্চয় করে। তবে সবার সামর্থ্য সমান নয়—কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত বিপুল সম্পদ জমা হয়, আবার কেউ প্রাত্যহিক জীবনযাপনের ন্যূনতম চাহিদা পূরণেও হিমশিম খান। এমন পরিস্থিতিতে প্রকৃত দয়ার্দ্র মানুষরা এগিয়ে আসেন অন্যের কল্যাণে, নিজের কষ্টার্জিত সম্পদ বিলিয়ে দেন মানুষের প্রয়োজনে। এ দান বা সদকা কখনো ধন কমায় না, বরং বরকত ও প্রাচুর্য বাড়ায়—এটি কোরআন ও হাদিসে প্রমাণিত সত্য।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায় এবং কৃপণতার আদেশ করে। আর আল্লাহ তোমাদের তাঁর পক্ষ থেকে ক্ষমা ও দয়ার কথা দিচ্ছেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা : বাকারাহ, আয়াত : ২৬৮)। শয়তান দানের সময় মানুষকে অভাবের ভয় দেখিয়ে বিরত রাখতে চায়, অথচ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমা ও দয়ার। দানের ফলে একজন মানুষ দুইটি পুরস্কার পান—পরকালে আল্লাহর ক্ষমা এবং দুনিয়ায় আল্লাহর দয়া ও সম্পদ বৃদ্ধির প্রতিদান।

কোরআনে আরো বলা হয়েছে, ‘তুমি বলো, নিশ্চয়ই আমার প্রতিপালক স্বীয় বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, (যাকে ইচ্ছা) কমিয়ে দেন। আর তোমরা যা কিছুই দান করো, তিনি তার জায়গায় অন্য কিছু দিয়ে দেন। আর তিনিই তো শ্রেষ্ঠ রিজিকদাতা।’ (সুরা : সাবা, আয়াত : ৩৯)। মহানবী (সা.) বলেছেন, ‘কোনো দানই সম্পদে ঘাটতি সৃষ্টি করে না।’ (মুসলিম, হাদিস : ২৫৮৮)।

দান শুধু বরকতই আনে না, এটি বিপদ-আপদ থেকেও রক্ষা করে। মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই দান আল্লাহর ক্রোধ নিভিয়ে দেয় এবং মন্দ মৃত্যু ঠেকিয়ে দেয়।’ (তিরমিজি, হাদিস : ৬৬৪)। আল্লাহর অসন্তুষ্টি দূর করার সহজ পথ হলো দান। আল্লাহ যদি সন্তুষ্ট হন, তবে মানুষের জীবনও হবে নিরাপদ ও শান্তিময়। দানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি আল্লাহর সাহায্য লাভের মাধ্যম। রাসুল (সা.) বলেছেন, ‘বান্দা যতক্ষণ নিজ ভাইয়ের সহযোগিতা করে, ততক্ষণ আল্লাহও তাকে সহযোগিতা করেন।’ (মুসলিম, হাদিস : ২৬৯৯)।

সুতরাং, আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী দানের হাত প্রসারিত করা। দান শুধু অন্যের জীবনে নয়, নিজের জীবনেও আনে বরকত, সুরক্ষা ও আল্লাহর অসীম দয়া।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত