ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ভাড়াই কি হামী ইন্ডাষ্ট্রিজের এখন শেষ ভরসা?
মোবারক হোসেন
সিনিয়র রিপোর্টার
মোবারক হোসেন: এক সময়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান হামী ইন্ডাষ্ট্রিজ এখন আয়ের জন্য নিজেদের কারখানার অব্যবহৃত সম্পত্তি ভাড়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। কোম্পানিটি বিভিন্ন মেয়াদে তিনটি পৃথক চুক্তির মাধ্যমে তাদের চট্টগ্রামের পাহাড়তলী এলাকার কারখানার মোট ৩৫ হাজার বর্গফুট অব্যবহৃত জায়গার মধ্যে ২৩ হাজার ১০০ বর্গফুট জায়গা ইজারা দিয়েছে। এই ধারাবাহিক ভাড়া দেওয়ার ঘটনা ইঙ্গিত দিচ্ছে, কোম্পানিটি মূল উৎপাদন কার্যক্রমের বদলে এখন সম্পত্তি ভাড়ার ওপর নির্ভর করে টিকে থাকার চেষ্টা করছে।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ঘোষণা অনুযায়ী, হামী তাদের কারখানার ১৪ হাজার বর্গফুট জায়গা আরকেএম অ্যাপারেলস লিমিটেড-কে পাঁচ বছরের জন্য প্রতি বর্গফুট ১৪ টাকা হারে ভাড়া দিয়েছে, যা ২০২৫ সালের ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
এর আগে, সুইফট নেক্সাস কর্পোরেশন-কে ২ হাজার ৩৫০ বর্গফুট এবং লুব্রিক্যান্ট এশিয়া লিমিটেড-কে ৬ হাজার ৭৫০ বর্গফুট জায়গা যথাক্রমে আট মাস ও দুই বছরের জন্য প্রতি বর্গফুট ২০ টাকা হারে ভাড়া দেওয়া হয়েছিল।
তারও আগে লুব্রিক্যান্ট এশিয়া লিমিটেড-কে ৬ হাজার ৭৫০ বর্গফুট দুই বছরের জন্য প্রতি বর্গফুট ২০ টাকা করে ভাড়া দিয়েছিল।
আর্থিক বিশ্লেষকদের মতে, একটি উৎপাদনমুখী কোম্পানি যখন তার বিশাল কারখানার দুই-তৃতীয়াংশেরও বেশি জায়গা ভাড়া দিতে বাধ্য হয়, তখন তা কোম্পানির মূল ব্যবসা সঙ্কুচিত হওয়ার স্পষ্ট ইঙ্গিত বহন করে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল অব্যবহৃত জায়গা ভাড়া দেওয়া নয়, বরং একটি টেকসই ব্যবসায়িক মডেল থেকে সরে আসার লক্ষণ।
হামী ইন্ডাষ্ট্রিজ যদি তার মূল উৎপাদন কার্যক্রমে ফিরে আসতে না পারে এবং স্থায়ীভাবে ভাড়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তবে দীর্ঘমেয়াদে এটি শেয়ারবাজারে কোম্পানির ভাবমূর্তি ও প্রবৃদ্ধি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, এই পদক্ষেপ হয়তো কোম্পানির পুনর্গঠনের পথ নয়, বরং নিজেদের মূল কার্যক্রম গুটিয়ে নেওয়ারই একটি প্রাথমিক পদক্ষেপ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত