ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
দুর্গাপূজা আমাদের সম্প্রীতি ও ঐক্যের প্রতীক: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটা আমাদের সম্প্রীতির ও ঐক্যের প্রতীক।
তিনি বলেন, সনাতনী ধর্ম বিশ্বাস মতে, দশম পূজা দুর্গাপূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য ও সংগতির প্রতীক বিদ্যমান। লক্ষ্মীর ধনসম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য এবং দশভূজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ জাতির চিত্র রয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জ্ঞান, সম্পদ এবং শক্তি নিয়ে সবাই ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ি এবং ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে জাতি হিসেবে উন্নতি করতে পারব না। এমন রাষ্ট্র গঠন করতে পারব না, যেটা নিয়ে আমরা সবাই দুনিয়ার সামনে গর্ব করতে পারি।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে গত বছরের মতো এ বছরেও সরকারি ছুটি দুই দিন রাখা হয়েছে। এর সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায়, তিনি আশা করছেন সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবসহ এই উৎসব আনন্দঘন পরিবেশে পালন করতে পারবেন। দুর্গাপূজা নিয়ে কোনো ধরনের দুর্ঘটনা, নাশকতা বা উৎসবের বিঘ্ন যাতে না ঘটে, সেজন্য সরকার, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ বিশেষভাবে তৎপর রয়েছে। সবাই মিলে চেষ্টা করছে যেন একটি নিখুঁত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে ইতোমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। উৎসবের দিনেও যারা এই কঠিন কাজে নিয়োজিত রয়েছেন এবং দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন, তিনি জাতির পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার কারণে আজ এই উৎসবের দিনে তিনি সরাসরি উপস্থিত হতে পারেননি। তবে তার শুভেচ্ছা ও অভিনন্দন সবার সঙ্গে রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম, বর্ণ, ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায় ও অন্ধকারকে পরাজিত করে উগ্র সম্প্রীতির জয় হবে এবং বাংলাদেশ কল্যাণ ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন। তিনি সবাইকে আবারও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ