ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ওবামার বিরল অবস্থান, ইসরায়েলকে কড়া বার্তা

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১৪:২১:০৪

ওবামার বিরল অবস্থান, ইসরায়েলকে কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের অব্যাহত হামলারও কড়া সমালোচনা করেছেন তিনি।

সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, ওবামার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “গাজায় যে মানবিক সংকট চলছে, তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য। উভয় পক্ষকে এমন একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে, যেখানে একটি নিরাপদ ইসরায়েলের পাশাপাশি একটি ফিলিস্তিন রাষ্ট্র এবং স্বায়ত্তশাসন বিদ্যমান থাকবে।”

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ফিলিস্তিন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে এমন সময়েই এ মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, “আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে, যারা সরাসরি সহিংসতার সঙ্গে যুক্ত নই, তাদের বলাটা—এই মুহূর্তে শিশুদের অনাহারে থাকতে দেওয়া যাবে না। ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে আরও গুঁড়িয়ে দেওয়ার কোনো সামরিক যুক্তি নেই।”

আয়ারল্যান্ডের ডাবলিনে শুক্রবার এক অনুষ্ঠানে ওবামা বলেন, ইসরায়েলের সব নীতির সঙ্গে একমত না হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু হতে পারেননি। তিনি স্বীকার করেন, প্রেসিডেন্ট থাকার সময় ওই অঞ্চলে তার জনপ্রিয়তা কম ছিল, কারণ তিনি ইসরায়েলি নীতির সমালোচনা করতেন।

জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের শুরুতেই অনেক দেশের প্রতিনিধি প্রতিবাদ জানিয়ে সভাকক্ষ ত্যাগ করেন। বক্তব্যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

গাজা উপত্যকার চলমান সংকট নিয়ে এর আগেও ওবামা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি অবিলম্বে দুর্ভিক্ষ রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিকে মুক্ত করা ও ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা অপরিহার্য।”

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, “গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দিতে হবে। বেসামরিক মানুষদের থেকে খাবার ও পানি দূরে রাখার কোনো যুক্তি নেই।”এই মন্তব্যগুলো ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের বিরল ও সরাসরি অবস্থানকে তুলে ধরেছে, যা ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের ঐতিহ্যগত নীতির তুলনায় স্পষ্টতই ভিন্ন।

ডুয়া/নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন,... বিস্তারিত