ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
রেমিট্যান্স পাঠানোর শীর্ষে মধ্যপ্রাচ্যের দুই দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কর্মীদের রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দুই দেশ- সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, চতুর্থ স্থানে মালয়েশিয়া এবং পঞ্চম স্থানে নেমে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ ব্যাংকের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটি গত এপ্রিল-জুন প্রান্তিকে রেমিট্যান্স প্রবাহের পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একই সময়ে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেমিট্যান্স প্রবাহে মোট ৬.৬৯ শতাংশ বৃদ্ধি দেখা গেছে।
আলোচ্য প্রান্তিকে সৌদি আরব (কেএসএ) থেকে এসেছে ১ হাজার ৪৯৪ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের ১৭.৪৮ শতাংশ। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১ হাজার ০৪৮ কোটি ডলার, যা মোট রেমিট্যান্সের ১২.২৬ শতাংশ। যুক্তরাজ্য থেকে এসেছে ১০০ কোটি ৩৭ লাখ ডলার (১১.৭৪ শতাংশ), মালয়েশিয়া থেকে ৯১ কোটি ২ লাখ ডলার (১০.৬৫ শতাংশ) এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৭৯ কোটি ২৭ লাখ ডলার (৯.২৮ শতাংশ)।
বিশ্লেষকরা জানাচ্ছেন, যুক্তরাষ্ট্রে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপের ফলে এ দেশ থেকে রেমিট্যান্স কমেছে। অতীতে যুক্তরাষ্ট্রই ছিল সবচেয়ে বড় রেমিট্যান্স উৎস। মাঝে মাঝে সংযুক্ত আরব আমিরাতও শীর্ষস্থান দখল করত।
রেমিট্যান্স প্রবাহে এই শক্তিশালী পারফরম্যান্সে অনুকূল বিনিময় হার এবং নীতিগত সহায়ক পদক্ষেপের ভূমিকা উল্লেখযোগ্য। হুন্ডি প্রবণতা কমে আসায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, চলতি বছরের এপ্রিল-মে মাসে নতুন প্রবাসী কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই প্রবৃদ্ধির ধারা আগামীতেও বজায় থাকবে।
একই সময়ে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ৫৫,৩৮৩ জন প্রবাসী বিভিন্ন দেশে গেছেন, যার মধ্যে ৮,৮২৪ জন মহিলা। মোট প্রবাসীর মধ্যে প্রায় ৬৩.৩৪ শতাংশ সৌদি আরব গেছেন। অন্যান্য উল্লেখযোগ্য গন্তব্যস্থল হলো কাতার (১১.০৮ শতাংশ), সিঙ্গাপুর (৮.১৬ শতাংশ) এবং কুয়েত (২.৩২ শতাংশ)।
প্রতিবেদন থেকে জানা গেছে, আগে রেমিট্যান্সের বড় অংশ সরকারি ব্যাংকগুলো মাধ্যমে আসতো। কিন্তু এখন বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী রেমিট্যান্স বেশি আসছে, যা সরকারি ব্যাংকগুলোর জন্য নতুন প্রতিযোগিতা সৃষ্টি করছে।
সিরাজ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল ৯ কোম্পানি