ঢাকা, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ শুরু

২০২৫ নভেম্বর ২৫ ২১:০৫:২৭

দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করা বাংলাদেশি কর্মীদের প্রেরণ কার্যক্রম আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম ধাপে মোট ৬০ জন কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। এই কর্মীরা ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে যাবার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে তখন যেতে পারেননি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিমানবন্দরে উপস্থিত থেকে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান। তিনি প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হলো।”

ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, প্রবাসীদের পুনর্বাসন ও কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাত থেকে ১৮৮ জনকে দেশে ফিরিয়ে আনার উদাহরণও দেন।

সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেরণকৃত কর্মীদের পক্ষ থেকে রনি মিয়া প্রধান উপদেষ্টার উদ্যোগ এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের পর, গত মে মাসে উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়ায় সফর করেন। এরপর ২১-২২ মে অনুষ্ঠিত বাংলাদেশ-মালয়েশিয়া ৩য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় বোয়েসেলকে ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে যেতে না পারা ৭,৮৭৩ জন কর্মী প্রেরণের দায়িত্ব দেওয়া হয়। প্রথম ধাপে কনস্ট্রাকশন এবং ট্যুরিজম খাতের ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া যায়, যার মধ্যে ইতিমধ্যে ২৫৫ জনের ভিসা সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত