ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
সংকটাপন্ন লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি স্বদেশে
প্রবাস ডেস্ক :লিবিয়ায় বিভিন্ন জটিল পরিস্থিতিতে আটকে পড়া আরও ১৭৩ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকালে বুরাক এয়ারলাইন্সের ইউজেড ২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে ফেরার সময় যাত্রীদের মুখে স্বস্তির হাসি দেখা যায়, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পরিবারে ফেরার আনন্দে তারা আবেগাপ্লুত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান,“লীবিয়া থেকে আজ সকালে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। সাম্প্রতিক সময়ে দেশটিতে নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো সমন্বিতভাবে এই প্রত্যাবর্তনের উদ্যোগ নিয়েছে।”
এর আগে, রোববার (৩০ নভেম্বর) ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহায়তায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আইওএম-এর তত্ত্বাবধানে এসব বাংলাদেশিকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা, স্বাস্থ্য পরীক্ষা, ভ্রমণ নথি এবং নিরাপদ প্রত্যাবর্তনের আনুষঙ্গিক সহায়তা দেওয়া হয়।
তাজুরা ডিটেনশন সেন্টারটি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল অবস্থা ও মানবিক সংকটের জন্য পরিচিত। সেখানে আটক থাকা বহু বিদেশি নাগরিক মানবিক অপ্রতুলতা ও নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছিলেন। এই পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সরিয়ে আনা ছিল জরুরি প্রয়োজনীয় সিদ্ধান্ত।
প্রত্যাবর্তিত বাংলাদেশিদের বেশিরভাগই শ্রমিক, যারা উন্নত জীবনের আশায় লিবিয়ায় গিয়েছিলেন। রাজনৈতিক অস্থিতিশীলতা, সংঘাত এবং অনিয়মিত অভিবাসন প্রক্রিয়ায় জড়িয়ে পড়ায় অনেকে ডিটেনশন সেন্টারে পৌঁছে গিয়েছিলেন। দেশে ফিরে তারা জানান, লিবিয়ার পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল এবং দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার, আইওএম ও সংশ্লিষ্ট সংস্থার প্রতি তারা কৃতজ্ঞ।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরিয়ে আনা নাগরিকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এরই মধ্যে অভিবাসন ও কর্মসংস্থান সম্পর্কিত সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদের তথ্য সংগ্রহ শুরু করেছে।
লিবিয়া থেকে পর্যায়ক্রমে আরও বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। সরকারের ধারণা, সেখানে এখনো বহু বাংলাদেশি নাগরিক আটকা আছেন, যাদের নিরাপদ প্রত্যাবর্তনে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম