ঢাকা, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

২০২৫ সেপ্টেম্বর ২৭ ১৪:৫০:৪০

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল নিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনের জাতিসংঘ দূত বারবারা উড জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের রাশিয়া ও চীনের বিলম্ব প্রস্তাব ব্যর্থ হওয়ায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হচ্ছে। পশ্চিমা শক্তিগুলোর এই পদক্ষেপ তেহরানের সঙ্গে সম্পর্ককে আরও কঠিন করে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছেন। রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।

নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব রাশিয়া ও চীনের পক্ষ থেকে বিলম্বিত করার চেষ্টা করেছিল। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে মাত্র চারটি দেশ তাদের প্রস্তাবে সমর্থন দিয়েছে, ফলে এটি কার্যকর হয়নি। ব্রিটেনের দূত বারবারা উড বলেন, "পরিষদের কাছে প্রয়োজনীয় নিশ্চয়তা নেই যে দ্রুত কূটনৈতিক সমাধানের একটি স্পষ্ট পথ রয়েছে। তাই শনিবার থেকে ইরানের ওপর সব জাতিসংঘ নিষেধাজ্ঞা কার্যকর হবে।"

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাংবাদিক ও বিশ্লেষকদের সঙ্গে আলাপে জানিয়েছেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও ইরান পরমাণু অস্ত্র বিস্তার চুক্তি থেকে বের হওয়ার কোনো ইচ্ছা রাখে না। তিনি বলেন, "ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আমাদের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আমরা স্বচ্ছ থাকার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"

এদিকে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ইরান যে পদক্ষেপ নিয়েছে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। ইউরোপীয় শক্তিগুলো তখনই ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করে।

কূটনীতিকরা বলছেন, নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়টি অন্তত ছয় মাস পিছিয়ে দেওয়ার রাশিয়া ও চীনের প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা ছিল না। শেষ মুহূর্তের আলোচনায় ইরান ও পশ্চিমা দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি—মধ্যে সমাধান বের করা সম্ভব হয়নি।

ভোটের ফলাফলে নয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে এবং দুই দেশ বিরত থাকে। শনিবার রাত ৮টা বা রবিবার রাত ১২টা থেকে ইরানের ওপর সব জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহাল কার্যকর হবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাজনকে কোনোভাবে প্রভাবিত করে না: উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিভিন্ন অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন,... বিস্তারিত