ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার
.jpg)
নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় পারমাণবিক নিরস্ত্রীকরণই প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মতো অস্থিতিশীল অঞ্চলে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে তোলা এখন সময়ের দাবি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনরুজ্জীবিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা নিতে হবে। একই সঙ্গে প্রতিটি দেশের শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকেও তিনি সমর্থন জানান।
তিনি আরও উল্লেখ করেন, ইউরোপ, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত মানবতার জন্য বড় হুমকি। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলে এত সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের উপস্থিতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে বলে তিনি সতর্ক করেন।
বাংলাদেশের দায়িত্বশীল অবস্থানের কথা উল্লেখ করে ড. ইউনূস জানান, প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর আগেই বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার অধীন নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগ দিয়েছে। এর মাধ্যমে সর্বোচ্চ মানের পারমাণবিক নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।
তার ভাষণে তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, নিরস্ত্রীকরণ এবং স্বচ্ছ শক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের ওপর জোর দেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এনভয় টেক্সটাইল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক