ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

বায়োটেকনোলজিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৫:১৮:২৯

বায়োটেকনোলজিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্বাস্থ্য, কৃষি ও পরিবেশের টেকসই উন্নয়নে বায়োটেকনোলজির পথ ধরছে—এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে, আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় বায়োটেকনোলজিই ভবিষ্যতের মূল হাতিয়ার।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ষষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশ বায়োটেকনোলজিস্টস আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল—“পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই স্বাস্থ্য ও কৃষির জন্য প্রতিকার।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

ড. আবরার বলেন, “আমরা একদিকে উচ্চফলনশীল ও সহনশীল ধানের জাত উদ্ভাবন করেছি, অন্যদিকে দেশেই করোনা পরীক্ষার কিট উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় মাইক্রোবিয়াল প্রযুক্তি ব্যবহার শুরু করেছি। এগুলো আমাদের জন্য সাফল্যের দৃষ্টান্ত।” তিনি মনে করেন, কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক বুঝতে পারলেই টেকসই সমাধান খুঁজে পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, “ভালো শাসন, উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও প্রতিশ্রুতির সমন্বয়েই বায়োটেকনোলজিকে কাজে লাগানো সম্ভব। এই সম্মেলন কেবল বিজ্ঞানীদের নয়; বরং সরকার, একাডেমিয়া, শিল্পখাত ও নাগরিক সমাজের সবার জন্য যৌথ পদক্ষেপের আহ্বান।”

ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে শিক্ষা উপদেষ্টা জাতীয় বায়োটেক উদ্ভাবন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন। এর মাধ্যমে দেশীয় ও প্রবাসী বিজ্ঞানীদের সহযোগিতায় একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার বায়োটেক হাবে রূপান্তর করবে। একই সঙ্গে তিনি জাতীয় বায়োটেক ডাটা ব্যাংক গঠনের আহ্বান জানান, যেখানে ক্লিনিক্যাল রেকর্ড থেকে উদ্ভিদ ও প্রাণির জিনোম ডেটা পর্যন্ত সংরক্ষিত থাকবে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, দায় কার?

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছেন। তবে তিনি স্বীকার করেন,... বিস্তারিত