ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
কৃষি ও জলবায়ু খাতে ডাচ প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন যে, বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি, হয়েছে কেবল জাল ভোট। তিনি অভিযোগ করেছেন, "এখন, প্রাক্তন স্বৈরশাসকদের বন্ধুরা আসন্ন নির্বাচনকে লাইনচ্যুত করার লক্ষ্যে বাংলাদেশবিরোধী ভুল তথ্য প্রচারণায় অর্থায়ন করছে।"
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গৃহীত সংস্কার, ভুল তথ্যের ক্রমবর্ধমান হুমকি এবং আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে ভুল তথ্য প্রচারণা মোকাবিলায় আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন। তিনি বলেন, "আমাদের আপনার সমর্থন প্রয়োজন। ভুল তথ্যের এই হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন।"
তিনি পুনর্ব্যক্ত করেন যে, তার সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, "লাখ লাখ তরুণ বাংলাদেশী ভোট দিতে আগ্রহী। তাদের অনেকেই কখনও তাদের ভোট দেওয়ার সুযোগ পাননি।" দেশের গণতান্ত্রিক উত্তরণে বিশ্বব্যাপী সংযোগ স্থাপনে সহায়তা করার জন্য ছয়জন রাজনৈতিক নেতা তার সঙ্গে নিউইয়র্কে রয়েছেন বলেও তিনি জানান।
বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের কৃষি ও জলবায়ু খাতে ডাচ সহায়তা চেয়েছেন। তিনি বাংলাদেশের গ্রামে ফসল কাটার সময় পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপনের জন্য ডাচদের সহায়তা কামনা করেন। বাংলাদেশের ফল ও সবজির প্রধান উৎপাদনকারী হিসেবে উত্থানের কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, "ফসল কাটার সময়, স্থানীয় বাজার তাজা পণ্যে ভরে গেলে, দামের তীব্র পতনের কারণে লাখ লাখ ক্ষুদ্র কৃষক প্রায়শই ক্ষতির সম্মুখীন হন।" তিনি বলেন, "নেদারল্যান্ডস কৃষিতে বিশ্বনেতা। আমাদের পণ্য সংরক্ষণের জন্য ডাচ প্রযুক্তির প্রয়োজন।"
অধ্যাপক ইউনূস বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং সামুদ্রিক প্রযুক্তিতে নেদারল্যান্ডসের নেতৃত্বের ওপরও জোর দেন। তিনি জল ব্যবস্থাপনা, সমুদ্র গবেষণা এবং বাংলাদেশের নদীগুলোকে নাব্য রাখার প্রচেষ্টায় ডাচ সহযোগিতা কামনা করেন।
জবাবে প্রধানমন্ত্রী স্কুফ উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন এবং টেক্সটাইল খাতেও সহযোগিতা অন্বেষণে আগ্রহ প্রকাশ করেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান অপব্যবহার এবং ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, "এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি। আমরা একসঙ্গে কাজ করতে পারি।"
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু সিরামিক
- ঝড়ের গতিতে উত্থান, রকেটের গতিতে পতনের শেয়ার