ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

শাপলা প্রতীক চেয়ে ইসি সচিবকে চিঠি পাঠালো এনসিপি

২০২৫ সেপ্টেম্বর ২৪ ২০:০০:২৩

শাপলা প্রতীক চেয়ে ইসি সচিবকে চিঠি পাঠালো এনসিপি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপি থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এনসিপি তাদের চিঠিতে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে ‘শাপলা’, ‘সাদা শাপলা’ অথবা ‘লাল শাপলা’ – এই তিনটি প্রতীককে নির্বাচনী প্রতীক হিসেবে তালিকাভুক্ত করার আবেদন করেছে। এরপর এই প্রতীকগুলোর যেকোনো একটি এনসিপিকে বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে এই আবেদনটি করা হয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ