ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
"আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি"

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্যারিসের মেয়র অ্যানে হিদালগো মঙ্গলবার বৈঠকে মিলিত হয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ক্রীড়া ও সামাজিক উদ্যোগ, এবং বৈশ্বিক মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দুই নেতার এই বৈঠকে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, অলিম্পিক এবং সামাজিক ব্যবসায় উদ্যোগের সম্ভাবনা, পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের মানবিক পরিস্থিতি বিষয়ে মতবিনিময় করা হয়।
ড. ইউনূস বৈঠকে উল্লেখ করেন, বাংলাদেশের সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা এবং গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।
প্রধান উপদেষ্টা প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসায় উদ্যোগে রূপান্তরিত করার নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতে অনুষ্ঠিত সকল অলিম্পিক—বিশেষ করে আসন্ন লস অ্যাঞ্জেলস অলিম্পিক—কার্বন নিরপেক্ষ করার ওপর গুরুত্বারোপ করেছেন।
মেয়র হিদালগো ড. ইউনূসের নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে বলেন, “আমি আপনার কাজ ও অঙ্গীকারকে গভীরভাবে সম্মান করি, যা মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
উভয় নেতা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তহবিল বৃদ্ধির প্রয়োজনীয়তা ও জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখের বেশি মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরতে পারবেন।
ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যা বৈশ্বিক মনোযোগ পুনরুজ্জীবিত করে একটি স্থায়ী সমাধান খুঁজে বের করতে সহায়তা করবে। এছাড়া তিনি মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি