ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

প্রত্যাশিত ডিভিডেন্ড না আসায় আশাভঙ্গ বিনিয়োগকারীদের

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৭:২২:২৩

প্রত্যাশিত ডিভিডেন্ড না আসায় আশাভঙ্গ বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের বিনিয়োগকারীরা প্রত্যাশা অনুযায়ী ডিভিডেন্ড না পওয়ায় শেয়ার দর কমেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি সাবমেরিন ক্যাবলসের। গত অর্থবছরে কোম্পানিটির আয় বাড়লেও ডিভিডেন্ড না বাড়ায় শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। যে কারণে ডিভিডেন্ড ঘোষণার পরদিনই কোম্পানিটির শেয়ার দর কমেছে।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে। আগের অর্থবছরেও কোম্পানিটি একই পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল। ৩০ জুন, ২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ১ পয়সা, আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৯ টাকা ২ পয়সা ছিল। অর্থাৎ গত বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ৯৯ পয়সা। আয় বৃদ্ধির পরও ডিভিডেন্ড না বাড়ায় কোম্পানিটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ তুলনামুলকভাবে কমেছে, যার প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ার দরে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ০.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৭০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩৬ টাকা ১০ পয়সা থেকে ১৪০ টাকা ৬০ পয়সায় উঠানামা করেছে। দিনশেষে কোম্পানিটির মোট ৪ কোটি ৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া টেলিকউনিকেশন খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১ হাজার কোটি টাকা এবং ১৮৭ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১ হাজার ২৭৫ কোটি ২৩ লাখ টাকা।

এসকে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত