ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
শেয়ারবাজারের উত্থানেও কমেছে বাজার মূলধন
নিজস্ব প্রতিবেদক : টানা ৪ কার্যদিবসে পতনের পর আজ (২৩ সেপ্টেম্বর) সূচকের উত্থান হয়েছে শেয়ারবাজারে। সূচকের পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখছে। যে কারণে সূচকের উত্থানে লেনদেন কমেছে।
আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ১ হাজার ২৫০ কোটি ২২ লাখ টাকা। কারণ হলো, বড় মূলধনী কোম্পানি গ্রামীণফোন ও স্কয়ার ফার্মার শেয়ার দাম কমেছে। আগে ৪ দিনে বাজার মূলধন কমেছিল ৮ হাজার ৫২৭ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ গত ৫ কার্যদিবসে বাজার মুলধন কমেছে ৯ হাজার ৭৭৭ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
বাজার সংশ্লিষ্টদেরর মতে, আজকের বাজারে যে হারে সূচকের উত্থান ঘটেছে তা কেবল নামেমাত্র। এরমধ্যে যে পরিমাণ পুঁজি হারিয়েছে বিনিয়োগকারীরা তা ফিরে পেতে হলে আরো কয়েকদিন টানা উত্থানে থাকতে হবে বাজারকে। যদিও উত্থান ধরে রেখে বিনিয়োগকারীরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আগামী মাসেই ডিভিডেন্ড ঘোষণা করবে জুন ক্লোজিং হওয়া কোম্পানিগুলো। এর উপর ভিত্তি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলছেন বাজার সংশ্লিষ্টরা। তাই বিনিয়োগকারীদের ধৈর্য দরে লোকসানে শেয়ার বিক্রি থেকে বিরত থাকতে হবে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। পরর্বর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু দুপুর পৌনে ১টার সূচক উঠানামায় কিছুটা স্বাভাবিক গতি লক্ষ্য করা গেছে। এর ফলে দিনশেষে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। তবে দিনশেষে টাকার অংকে লেনদেন ও বাজার মূলধন কমেছে। তবে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৭.৪৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫২.০৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭২.২৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৩৩টির দর বেড়েছে, ১০১টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭৭ কোটি ১৯ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
এদিন সিএসইতে ১২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৩.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৫.৩৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৪০.৯২ পয়েন্ট কমেছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)