ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৯:০৯:২৯

ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন। বৈঠকের বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বৈঠকে বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এর জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

সার্জিও গোর এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই প্রচেষ্টায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু উঠে আসে। এর মধ্যে ছিল বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা (সার্ক) পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা।

রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। জবাবে মার্কিন পক্ষ থেকে জানানো হয়, এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য তাদের জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস বৈঠকে বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে জোর প্রচেষ্টা চলছে। এক দশকেরও বেশি সময় ধরে এ সংস্থা শীর্ষ সম্মেলন আয়োজন করতে না পারলেও বাংলাদেশ এ নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, বাংলাদেশ আসিয়ানে যোগদানের ব্যাপারে আগ্রহী। দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্তি দেশের উন্নয়নকে আরও গতিশীল করবে। একইসঙ্গে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বও তিনি তুলে ধরেন।

বৈঠকের শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত