ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২
ঢাকায় প্রার্থী বাছাইয়ে চমক রাখছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক :আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রায় ৫০ আসনে প্রার্থী যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিএনপির জ্যেষ্ঠ ও মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে কয়েকটিতে প্রার্থী নিশ্চিত করা হয়েছে। ঢাকা-৪ আসনে দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-১৩ আসনে সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৬ আসনে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা-১৭ আসনে সমমনা দল বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ গণমাধ্যমকে জানান, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে মোহাম্মদপুর আসনে (ঢাকা-১৩) তাঁকে নিশ্চিত করা হয়েছে এবং তিনি এলাকায় কাজ শুরু করেছেন। আন্দালিব রহমান পার্থ সরাসরি মন্তব্য না করলেও গুলশান এলাকায় বিএনপি নেতাকর্মীরা নিশ্চিত করেছেন, তাঁকে মনোনয়ন নিয়ে দলীয়ভাবে জানানো হয়েছে।
দলের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব আসন্ন নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এর অংশ হিসেবে মাঠ জরিপ, তৃণমূল মতামত এবং জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থীদের তালিকা তৈরি হয়েছে। ওই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সবুজ সংকেত দিচ্ছেন এবং নির্বাচনী প্রস্তুতির নির্দেশ দিচ্ছেন। কোন্দলপূর্ণ আসনগুলোতে স্কাইপে সংযুক্ত হয়ে প্রার্থীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশও দিচ্ছেন তিনি।
দলীয় সূত্র জানায়, সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে জামায়াত ইতোমধ্যে মাঠে নেমেছে, প্রার্থী ঘোষণা করেছে এবং গণসংযোগ করছে। এর প্রতিক্রিয়ায় বিএনপিও মৌখিকভাবে প্রার্থীদের মাঠে নামার নির্দেশ দিয়েছে।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে। মাঠ জরিপ, তৃণমূল মতামত সংগ্রহসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব প্রার্থী এগিয়ে থাকবেন, তাঁদেরই মনোনয়ন দেওয়া হবে। তবে এখনও সবকিছু চূড়ান্ত হয়নি।”
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন