ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত

২০২৬ জানুয়ারি ১৪ ১৫:০৭:৩৪

প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : টানা সূচক বৃদ্ধির ধারায় আজও (১৪ জানুয়ারি, ২০২৬) ইতিবাচক অবস্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক ঊর্ধ্বমুখী থাকলেও টাকার অঙ্কে লেনদেন কমে গেছে।

ধারাবাহিক এই উত্থানের ফলে আগামী দিনগুলোতে বাজার আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখার কৌশল নিচ্ছেন। এতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে কমেছে। তবে এদিন বিক্রির চেয়ে ক্রয়চাপ বেশি থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬.৫১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৭.৯০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৮.২১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৪টির দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৩৬৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১৬ কোটি ৬৭ লাখ টাকা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৬৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭০টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩.৬৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৬.৬০ পয়েন্ট বেড়েছিল।

এসএ খান/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত