ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক : টানা সূচক বৃদ্ধির ধারায় আজও (১৪ জানুয়ারি, ২০২৬) ইতিবাচক অবস্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক ঊর্ধ্বমুখী থাকলেও টাকার অঙ্কে লেনদেন কমে গেছে।
ধারাবাহিক এই উত্থানের ফলে আগামী দিনগুলোতে বাজার আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা শেয়ার ধরে রাখার কৌশল নিচ্ছেন। এতে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে কমেছে। তবে এদিন বিক্রির চেয়ে ক্রয়চাপ বেশি থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, যা বাজারের জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৯.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৬.৫১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৯৭.৯০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৮.২১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৪টির দর বেড়েছে, ১৩৪টির দর কমেছে এবং ৮৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৩৬৯ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১৬ কোটি ৬৭ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৫ কোটি ৬৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭০টির এবং পরিবর্তন হয়নি ২৩টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৮৩.৬৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৬.৬০ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শেষ-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- দীর্ঘ সংকট কাটাতে বাজারে ১০ শক্তিশালী কোম্পানি আনছে সরকার
- শ্রীলঙ্কা বনাম পাকিস্তান: বছরের শুরুতেই হাইভোল্টেজ ম্যাচ-দেখুন সরাসরি
- চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে