ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
সেই সিরিয়াল সাইকো কি-লা-র নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: ছদ্মনাম আর ভবঘুরের ছদ্মবেশে সাভারজুড়ে আতঙ্ক তৈরি করা এক ভয়ংকর হত্যাকারীর আসল পরিচয় সামনে এসেছে। ‘মশিউর রহমান সম্রাট’ নামে পরিচিত এই ব্যক্তি প্রকৃতপক্ষে সবুজ শেখ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তার কোডভাষায় ‘থার্টি ফোর’ বা ‘সানডে মানডে ক্লোজড’ মানেই ছিল কাউকে হত্যা করা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অন্তত ছয়টি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন সবুজ শেখ।
পুলিশ জানায়, সবুজ শেখ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া মুছামান্দা গ্রামের বাসিন্দা। তিনি পান্না শেখের ছেলে। ২০২৪ সাল থেকে কিছুদিন সাভার মডেল মসজিদ এলাকায় অবস্থান করলেও পরে থানার আশপাশে ভবঘুরেদের মতো ঘোরাফেরা করতেন।
সাম্প্রতিক জোড়া হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহত নারীর নাম তানিয়া আক্তার সোনিয়া। তিনি রাজধানীর উত্তরা এলাকার জসিম উদ্দিনের মেয়ে। পুলিশের দাবি, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন জানান, ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অপরাধ চালিয়ে আসছিল সবুজ শেখ। আদালতে হত্যার দায় স্বীকারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যরা মুন্সীগঞ্জে থাকলেও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের কাছে আসমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ২৯ আগস্ট রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া যায়, যার পরিচয় আজও নিশ্চিত হয়নি।
একই স্থানে ১১ অক্টোবর রাতে প্রায় ৩০ বছর বয়সী এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ১৯ ডিসেম্বর দুপুরে থানা রোড এলাকার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে আরও এক পুরুষের মরদেহ পাওয়া যায়। এসব ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সবশেষ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেলেও অপরজন এখনও অজ্ঞাত রয়ে গেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল