ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২১ জানুয়ারি)

২০২৬ জানুয়ারি ২১ ১০:৪৪:২৪

রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২১ জানুয়ারি)

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

বুধবার (২১ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। গুলশানে হোটেল লেকশোরে রাত ১২টায় বিএনপির অফিসিয়াল থিম-সং উদ্বোধন অনুষ্ঠান করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

আসিফ নজরুলের কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় সচিবালয় থেকে ভার্চুয়ালি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড (জামিন নামা) উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় বিকেল ৩টায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

বেলা ১১য়টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের হয়রানি ও সেবার নামে চলমান অনিয়ম বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হাসপাতাল পরিদর্শন ও পরিচালকের সঙ্গে আলোচনায় বসবেন। এ সময় রোগীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, দালালচক্র নির্মূল এবং অভিযোগ বক্স স্থাপনের দাবি জানানো হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত