ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
প্রথম ছয় মাসে রাজস্ব ঘাটতি বেড়ে ৪৬ হাজার কোটি
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব ঘাটতি প্রায় ৪৬ হাজার কোটি টাকায় পৌঁছেছে। নভেম্বর পর্যন্ত ঘাটতির পরিমাণ ছিল ২৪ হাজার ৪০৭ কোটি টাকা, যা এই সময়ে বড় ধরনের চাপ তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য।
পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে এনবিআর মোট ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। তবে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৩১ হাজার ২০৫ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭৬ কোটি টাকায়। গত বছরের একই সময়ে (২০২৪-২৫) রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৬২ হাজার ২০৯ কোটি টাকা।
আয়কর খাতে এনবিআর ৬১ হাজার ৮৭৫ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৩ হাজার ৫৩০ কোটি টাকার ঘাটতি। এই সময়ে আয়কর থেকে প্রবৃদ্ধি হয়েছে ১৪.৬৭ শতাংশ।
শুল্ক বা কাস্টমস খাতে ৫২ হাজার ৮৬০ কোটি টাকা আদায় হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৬৫ হাজার ৮৫ কোটি টাকা। ফলে শুল্ক ঘাটতি ১২ হাজার ১৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময় শুল্ক থেকে প্রবৃদ্ধি হয়েছে ৬.৮১ শতাংশ।
ভ্যাট থেকে আদায় হয়েছে ৭০ হাজার ৪৯৩ কোটি টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০ হাজার ৭৯৯ কোটি টাকা। ভ্যাট ঘাটতি দাঁড়িয়েছে ১০ হাজার ৩০৫ কোটি টাকায়। ভ্যাট থেকে প্রবৃদ্ধি হয়েছে ১৯.৯৭ শতাংশ।
একক মাস হিসেবে ডিসেম্বরে রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ করতে পারেনি এনবিআর। মাসে ৫১ হাজার ৩৬৬ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৬ হাজার ১৯০ কোটি টাকা। ডিসেম্বর মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১০.২৫ শতাংশ। শুল্ক, আয়কর ও ভ্যাট থেকে যথাক্রমে ৯ হাজার ৯৫০ কোটি, ১২ হাজার ২৬১ কোটি ও ১৩ হাজার ৯৮৪ কোটি টাকা আদায় করা হয়েছে।
চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকায়। পরে ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি এটি বৃদ্ধি করে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)