ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

কঙ্গো শান্তিরক্ষায় বাংলাদেশ বিমানবাহিনীর ৬২ সদস্য নিয়োগ

২০২৬ জানুয়ারি ২০ ২২:৩৪:৩২

কঙ্গো শান্তিরক্ষায় বাংলাদেশ বিমানবাহিনীর ৬২ সদস্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণের ধারাবাহিকতায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নতুন কন্টিনজেন্ট পাঠাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৫-এর মাধ্যমে মনুস্কো মিশনে পূর্বের ইউনিটের দায়িত্ব গ্রহণ করবেন মোট ৬২ জন সদস্য।

এই উপলক্ষে মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমানবাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ।

বিমানবাহিনী প্রধান তার বক্তব্যে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করে বাংলাদেশ বিমানবাহিনী এবং দেশের সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উজ্জ্বল করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বর্তমানে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০বি পরিবহন বিমান এবং প্রয়োজনীয় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে মনুস্কো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

নতুন বানাটু-১৫ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ সেলিম জাভেদ। আগামী ২৫ জানুয়ারি কন্টিনজেন্টের প্রথম ধাপে ৩৫ জন সদস্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কঙ্গোর উদ্দেশ্যে যাত্রা করবেন।

এছাড়া অবশিষ্ট ২৭ জন সদস্য আগামী ২ ফেব্রুয়ারি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশ্যে রওনা হবেন বলে জানানো হয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত