ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

জুলাই বিপ্লবে আহত ও জন্মগত প্রতিবন্ধীরা জাতির প্রেরণা: নিলুফার মনি

২০২৬ জানুয়ারি ২০ ২০:১০:২৭

জুলাই বিপ্লবে আহত ও জন্মগত প্রতিবন্ধীরা জাতির প্রেরণা: নিলুফার মনি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি বলেছেন, যারা জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধকতার শিকার কিংবা চব্বিশের জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে প্রতিবন্ধী হয়েছেন, তারা এই জাতির জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবেন। তাদের আত্মত্যাগ ও জীবনযুদ্ধকে জাতি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ (ডিয়ারবি) যৌথভাবে ‘নির্বাচনী ইশতেহার ও গণভোট: প্রতিবন্ধীদের অধিকার প্রসঙ্গ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

নিলুফার চৌধুরী মনি বলেন, “বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর প্রতিবন্ধী ভাতা চালু করেছিল। কিন্তু পরবর্তী ফ্যাসিস্ট সরকার সেই অর্থ লুটেপুটে খেয়েছে। আমরা কথা দিচ্ছি, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিবন্ধীদের অধিকারে কেউ ভাগ বসাতে পারবে না।” তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া অন্য সব প্রতিবন্ধীদের জন্য বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, সমাজের একটি অংশকে বিচ্ছিন্ন রেখে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। তিনি প্রতিশ্রুতি দেন যে, তাদের দল ক্ষমতায় গেলে ইশতেহারে কেবল সামর্থ্যের মধ্যে থাকা বিষয়গুলোই রাখবে এবং কোনো ‘ফাঁকা বুলি’ দেবে না।

টিইবি-র সভাপতি মনসুর আহমেদ চৌধুরী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “আপনারা প্রতিবন্ধী নন, আপনারা অদম্য মেধাবী। আপনাদের ন্যায্য অধিকার নিশ্চিতে ডাকসু সবসময় পাশে থাকবে।”

সেমিনারে ‘ডিজাবিলিটি রাইটস বাংলাদেশ’-এর নতুন কমিটিও ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটিতে মো. রাইসুল ইসলাম সভাপতি ও সুব্রত কুমার সাধারণ সম্পাদক এবং ঢাবি শাখায় নাইমুল ইসলাম নাইম সভাপতি ও জান্নাতুল সেতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত