ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রস্তাব নিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবিত দ্বৈত কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অভিযোগ করেছেন, নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়ায় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়নি এবং তাদের ভবিষ্যৎ অজানা ঝুঁকির মুখে পড়তে পারে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ১৮৪১ সালে প্রতিষ্ঠিত ঢাকা কলেজ শুধু দেশের নয়, উপমহাদেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ ইতিহাস গড়ে তোলায় উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অবদান অপরিসীম। ২০১৭ সালে সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সমস্যা বাড়তে থাকে। সরকারের উদ্যোগে সাত কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়ায় উচ্চমাধ্যমিক বিভাগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের প্রতিনিধিদল ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক তানজীমউদ্দিন খানের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া প্রকাশের দাবি করলেও আইনি সীমাবদ্ধতার কারণে তা নাকচ হয়েছে।
শিক্ষার্থীদের উদ্বেগের পাঁচটি প্রধান বিষয় হলো—১. ‘স্কুল অব সায়েন্স’ প্রতিষ্ঠার ফলে ঢাকা কলেজের ঐতিহ্যবাহী নামের ক্ষতি হতে পারে।২. সকাল-দুপুর টাইম শেয়ারিং পদ্ধতিতে উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা বাস্তবসম্মত নয়, প্রশাসনিক জটিলতা তৈরি হবে।৩. একই ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় পর্যায়ের রাজনৈতিক কার্যক্রম উচ্চমাধ্যমিকের শিক্ষাবান্ধব পরিবেশ ব্যাহত করতে পারে।৪. স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অস্পষ্ট, যা উচ্চমাধ্যমিক বিভাগের প্রান্তিক অবস্থার সৃষ্টি করতে পারে।৫. নারী শিক্ষার্থীর ভর্তির বিষয়েও উদ্বেগ রয়েছে, যা ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ইউজিসির আশ্বাসের কোনো আইনি ভিত্তি নেই এবং পুরো প্রক্রিয়ায় তাদের প্রতিনিধিত্ব ছিল না। তারা স্পষ্ট জানিয়েছেন, বিদ্যমান একাডেমিক কাঠামোতে কোনো পরিবর্তন বা সংকোচন যা উচ্চমাধ্যমিকের ক্ষতি করে, তা মেনে নেওয়া হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন