ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
স্পিনিং শিল্পে সর্বনাশের ঘণ্টা, লোকসানের মুখে হাজার হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: দেশীয় প্রাইমারি টেক্সটাইল শিল্প যেন ধীরে ধীরে নিঃশ্বাস হারাচ্ছে। ভারত থেকে সস্তা দামে আসা সুতার লাগামহীন প্রবাহে বাংলাদেশের স্পিনিং মিলগুলো এখন অস্তিত্ব সংকটে। বাজারে দেশীয় সুতার চাহিদা প্রায় ধসে পড়ায় মিলগুলোর গুদামে জমে আছে প্রায় ১২ হাজার কোটি টাকার অবিক্রিত সুতা, যা পুরো শিল্পখাতকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত মাত্র কয়েক মাসেই ভারত থেকে সুতা আমদানি বেড়েছে ১৩৭ শতাংশ। রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় অস্বাভাবিক কম দামে ভারতীয় সুতা বাংলাদেশে ঢুকছে, যা কার্যত ‘ডাম্পিং’-এর শামিল।
তিনি জানান, যেখানে দেশীয় মিলগুলোকে প্রতি কেজি সুতা উৎপাদন ও বিক্রি করতে হয় প্রায় ৩ ডলারে, সেখানে ভারতীয় সুতা বাজারে বিক্রি হচ্ছে মাত্র ২.৫০ ডলারে। এই অর্ধ ডলারের ব্যবধানই দেশীয় স্পিনিং মিলগুলোর জন্য মারাত্মক হয়ে উঠেছে।
বিটিএমএ সভাপতির ভাষ্য অনুযায়ী, এই অসম প্রতিযোগিতার ধাক্কায় ইতোমধ্যে প্রায় ৫০টি স্পিনিং মিল স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। তিনি নিজ অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তার একটি বড় মিল পুরোপুরি বন্ধ হয়েছে, আরেকটি টিকে আছে চরম ঝুঁকি নিয়ে। প্রতিটি স্পিনিং মিলে গড়ে ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বিনিয়োগ থাকায় একবার বন্ধ হয়ে গেলে তা পুনরায় চালু করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
তিনি আরও সতর্ক করেন, ভারতের ওপর সুতার জন্য অতিরিক্ত নির্ভরশীলতা ভবিষ্যতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। অতীতে কোনো পূর্বঘোষণা ছাড়াই ভারত তুলা রপ্তানি বন্ধ করায় বাংলাদেশকে চরম সংকটে পড়তে হয়েছিল। একই পরিস্থিতি সুতার ক্ষেত্রে তৈরি হলে পোশাক খাত কার্যত অচল হয়ে পড়বে।
সংবাদ সম্মেলনে সাবেক বিটিএমএ পরিচালক রাজীব হায়দার এই পরিস্থিতিকে সরাসরি ‘অর্থনৈতিক আগ্রাসন’ বলে অভিহিত করেন। তিনি জানান, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ ভারত থেকে প্রায় ২০০ কোটি ডলারের সুতা আমদানি করেছে। বর্তমানে ভারতের মোট সুতা রপ্তানির ৪৪ শতাংশই যাচ্ছে বাংলাদেশে, যা বৈশ্বিকভাবে অস্বাভাবিক।
তিনি আরও বলেন, উৎপাদন ব্যয় কমানোর চাপের মুখে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোও দেশীয় সুতার বদলে ভারতীয় সুতা ব্যবহারে উৎসাহ দিচ্ছে। এর ফলে বাংলাদেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প মারাত্মক হুমকির মুখে পড়ছে।
সাবেক বিটিএমএ সভাপতি এ মতিন চৌধুরী বলেন, ভারতীয় সুতার কম দামের পেছনে রয়েছে সরকারি ভর্তুকি ও বহুমুখী প্রণোদনা। তুলা চাষি থেকে শুরু করে উৎপাদন ও রপ্তানি—সব স্তরেই ভারত সরকার সহায়তা দেয়। বিপরীতে বাংলাদেশের মিল মালিকদের চড়া সুদে ঋণ নিতে হয় এবং কাঁচামাল আমদানিতেও নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়।
অন্য সাবেক সভাপতি মোহাম্মদ আলী খোকন আশঙ্কা প্রকাশ করে বলেন, ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প যদি বিদেশি নিয়ন্ত্রণে চলে যায়, তাহলে বাংলাদেশের পোশাক শিল্পের স্বাধীনতা ও দরকষাকষির সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এই সংকট মোকাবিলায় বিটিএমএ আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারের জরুরি নীতি সহায়তা দাবি করেছে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—
দেশীয় সুতা ব্যবহার করে পোশাক রপ্তানিতে ন্যূনতম ১০ শতাংশ নগদ প্রণোদনা,
রপ্তানি উন্নয়ন তহবিলের (EDF) সীমা বৃদ্ধি ও সুদ কমানো,
ব্যাংক ঋণের সুদের হার সহনীয় পর্যায়ে নামানো,
দেশে পর্যাপ্ত উৎপাদিত সুতার আমদানিতে কঠোর নিয়ন্ত্রণ।
মিল মালিকদের হুঁশিয়ারি, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ধ্বংস হবে এবং লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার ঝুঁকি তৈরি হবে।
জুয়েল/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেসের খেলা শুরু: দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি