ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ

নির্বাচনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের আশ্বাস ট্রেসি জ্যাকবসনের

সাজ্জাদ প্রাপ্য
সাজ্জাদ প্রাপ্য

রিপোর্টার

২০২৫ ডিসেম্বর ২৯ ১৬:৩৭:৩৬

নির্বাচনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের আশ্বাস ট্রেসি জ্যাকবসনের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং 'জুলাই সনদ' নিয়ে গণভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং আসন্ন নির্বাচনের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। জবাবে প্রধান উপদেষ্টা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা পূর্ণ প্রস্তুত। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে।”

আলোচনায় শ্রম খাতের সংস্কার বিশেষভাবে গুরুত্ব পায়। জ্যাকবসন অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম আইন সংস্কারকে ‘সত্যিই অসাধারণ ও ব্যতিক্রমী’ বলে অভিহিত করেন। তিনি মনে করেন, এই সংস্কার বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (FDI) আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পূর্ববর্তী সরকারের আমলে শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহার করে নেওয়ায় তিনি সরকারের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা একে একটি ‘চমৎকার আইন’ হিসেবে বর্ণনা করেন এবং জানান যে শ্রমিক নেতারাও আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) কনভেনশন অনুসমর্থন ও এই সংস্কারকে স্বাগত জানিয়েছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট এবং মানবিক সহায়তার বিষয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী মানবিক সহায়তায় একক বৃহত্তম দাতা দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সহযোগিতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ট্রেসি অ্যান জ্যাকবসনকে ‘বাংলাদেশের বন্ধু’ হিসেবে অভিহিত করে তাঁর এক বছরের সফল কর্মকালের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে তাঁকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ