ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

সব প্রতিষ্ঠানে মাউশির নতুন নির্দেশনা

২০২৫ ডিসেম্বর ২৯ ১৮:১৮:৩৪

সব প্রতিষ্ঠানে মাউশির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাকেন্দ্র নির্ধারণে পরিবর্তন এনেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সংশোধিত কেন্দ্র তালিকার একটি খসড়া প্রকাশ করা হয়েছে, যা চূড়ান্ত করার আগে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।

রোববার (২৮ ডিসেম্বর) এই সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, প্রয়োজনে তালিকায় আরও সংশোধন আনা হতে পারে।

খসড়া কেন্দ্র তালিকা নিয়ে কোনো আপত্তি বা সংশোধনী প্রস্তাব থাকলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ঢাকা শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে, যা চলবে আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১১ জানুয়ারি।

অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্বাচনি পরীক্ষার ফল ৩০ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাসংক্রান্ত কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শিক্ষা এর অন্যান্য সংবাদ