ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
আগস্টে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জুলাই মাসের ধারাবাহিকতায় আগস্ট মাসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। আগস্ট মাসে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৫ কোটি টাকায়, যা জুলাই মাসের ২ হাজার ৮৬১ কোটি টাকার ঘাটতিকেও ছাড়িয়ে গেছে। আগস্টে ৩০ হাজার ৮৮৯.৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) মোট রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। এই সময়ে ৬১ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা।
এই খাত থেকে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা আদায় হয়েছে, যা লক্ষ্যমাত্রা (২১ হাজার ৪০৯ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। আগস্ট মাসে ভ্যাটে ৩৩.৮৩ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
১৭ হাজার ২৪৮ কোটি টাকা আদায় হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ২০ হাজার ২১ কোটি টাকা। আগস্টে শুল্ক আদায়ে ৪.৫ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে, যার পেছনে এনবিআরের আন্দোলন ও শাটডাউনের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে।
১৪ হাজার ৭৩৮ কোটি টাকা আদায় হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৩৭৯ কোটি টাকা। আগস্টে আয়করে ২৪.১৭ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
এনবিআরের কর্মকর্তারা মনে করছেন, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের সময় থেকে শুরু হওয়া আন্দোলন, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তির দাবি, কলমবিরতি এবং পরবর্তীতে কমপ্লিট শাটডাউনের কারণে কাস্টমসের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে, যা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। এছাড়া, কর্মকর্তাদের মধ্যে বরখাস্ত ও বদলি আতঙ্ক এবং ব্যাপক রদবদলও রাজস্ব আদায় পরিস্থিতিকে স্বাভাবিক হতে দিচ্ছে না। গত কয়েক মাসে বহু কর্মকর্তাকে বরখাস্ত ও কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। এই অস্থিরতা ব্যবসা-বাণিজ্য এবং এনবিআরের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ২১ দাবিতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব, সর্বনিম্ন ৩৫ হাজার