ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

যুক্তরাষ্ট্রের ভিসা ফি বৃদ্ধিতে ফুঁসছে বিদেশি কর্মীরা 

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৫:২৫:৩৮

যুক্তরাষ্ট্রের ভিসা ফি বৃদ্ধিতে ফুঁসছে বিদেশি কর্মীরা 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে বিদেশি প্রযুক্তি ও বিশেষজ্ঞদের জন্য জনপ্রিয় এইচ-১বি ভিসা প্রোগ্রামে এবার এসেছে বড় পরিবর্তন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই ভিসার জন্য এখন থেকে নিয়োগদাতাদের দিতে হবে ১ লাখ মার্কিন ডলার ফি। এর আগে যেখানে লটারি নিবন্ধন ফি ছিল মাত্র ২১৫ ডলার, সেখানে হঠাৎ এত বড় বৃদ্ধি সিলিকন ভ্যালি ও বিদেশি কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

হোয়াইট হাউসের বক্তব্য অনুযায়ী, নতুন প্রোক্লেমেশন বা নির্বাহী আদেশের মাধ্যমে ভিসা ফি বৃদ্ধির পাশাপাশি আরও কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে। সরকারের যুক্তি, অনেক কোম্পানি এই প্রোগ্রামের অপব্যবহার করছে, ফলে মার্কিন নাগরিকরা কর্মসংস্থানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এইচ-১বি ভিসা কি?এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলো বিদেশি বিশেষজ্ঞকে নিয়োগ দিতে পারে, বিশেষত তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা ও গণিতের মতো টেকনিক্যাল ক্ষেত্রে। প্রতি বছর সর্বোচ্চ ৬৫ হাজার নতুন ভিসা দেওয়া হয়, সঙ্গে উচ্চশিক্ষিত বিদেশিদের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটা থাকে। ভিসার মেয়াদ সাধারণত তিন বছর, নবায়ন বা গ্রিনকার্ডে রূপান্তরের সুযোগ থাকে।

ট্রাম্প প্রশাসনের যুক্তিহোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে আইটি খাতে ৩২ শতাংশ কর্মী এইচ-১বি ভিসাধারী ছিলেন; বর্তমানে সেই সংখ্যা ৬৫ শতাংশের বেশি। একই সময়ে কম্পিউটার সায়েন্সে বেকারত্বের হার ৬.১ শতাংশে পৌঁছেছে। প্রশাসন মনে করছে, এই ভিসার অতিরিক্ত ব্যবহার মার্কিন নাগরিকদের চাকরির বাজারে হুমকি সৃষ্টি করছে।

সিলিকন ভ্যালির প্রতিক্রিয়াএইচ-১বি ভিসা অনেক বড় প্রযুক্তি কোম্পানির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইলন মাস্ক ও মাইক ক্রিগার এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে কাজ শুরু করেছিলেন। ন্যাশনাল ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশন (এনভিসিএ) বলছে, বিদেশি উদ্যোক্তাদের সফলতার জন্য এই ভিসা অপরিহার্য।

ভবিষ্যৎ নিয়ে আশঙ্কানতুন সিদ্ধান্তের ফলে দক্ষ বিদেশি কর্মীরা যুক্তরাষ্ট্র ছেড়ে কানাডা বা ইউরোপের মতো সহনশীল দেশে চলে যেতে পারেন, এমন আশঙ্কা ব্যক্ত করেছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। তবে ট্রাম্প প্রশাসন দাবি করছে, ‘জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিদেশি কর্মীদের বেতন আমেরিকানদের তুলনায় কম হবে না এমন নির্দেশ দেওয়া হয়েছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত