ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

‘১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল দিতে হবে’

২০২৫ ডিসেম্বর ০৫ ১৫:৪৪:৫৩

‘১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেল দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক: সরকারি গাড়িচালকদের বেতন-বৈষম্য দূর করে নতুন পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমবেত হয়েছেন সারাদেশের গাড়িচালকরা। মহাসমাবেশে উপচে পড়া উপস্থিতির মধ্যেই তাদের নেতা মো. ইসহাক কবীর ঘোষণা দেন চালকদের দাবি মেনে নিতে হবে অবিলম্বে।

সমাবেশে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সভাপতি মো. ইসহাক কবীর বলেন, ১:৪ অনুপাত বাস্তবায়ন করে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। তিনি আরও সতর্ক করে বলেন, “১৫ ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা অধিকার আদায় করব।”

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরকারি চাকরিজীবীরা ঢাকায় এসে নতুন বেতন কাঠামো প্রণয়ন এবং গ্রেড জটিলতা দূর করার দাবিতে মহাসমাবেশ করছেন। তাদের এক দফা দাবি বৈষম্যহীন একটি পে স্কেল দ্রুত বাস্তবায়ন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত