ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ১৯ দেশের নাগরিকের অভিবাসন স্থগিত

২০২৫ ডিসেম্বর ০৩ ১১:০৯:২৯

যুক্তরাষ্ট্রে ১৯ দেশের নাগরিকের অভিবাসন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থানীয় সময় এ ঘোষণা দেন। এই সিদ্ধান্তের ফলে উল্লিখিত দেশগুলোর নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।

এই নীতি এমন দেশগুলোর ওপর প্রযোজ্য, যারা এরই মধ্যে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল। এতে অভিবাসন প্রক্রিয়ায় আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে যা ট্রাম্পের রাজনৈতিক প্রতিশ্রুতির মূল অংশ।

বুধবার প্রকাশিত স্মারকে যে ১৯টি দেশকে লক্ষ্য করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন, যাদের ওপর জুনে সবচেয়ে কঠোর বিধিনিষেধ, এমনকি প্রায় সম্পূর্ণ প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

বাকি দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা, যারা জুনে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, এসব দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত থাকবে এবং প্রতিটি আবেদন পুনঃপর্যালোচনা করা হবে। প্রয়োজনে সাক্ষাৎকার বা পুনঃসাক্ষাৎকারের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি মূল্যায়ন করা হবে।

স্মারকে আরও উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে অভিবাসীদের দ্বারা সংঘটিত কিছু অপরাধের ঘটনা এই কঠোর নীতিতে ভূমিকা রেখেছে। গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হয় এক আফগান শরণার্থীর দ্বারা। এরপরই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী নেওয়া বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে সোমালিয়ার শরণার্থীদের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। তিনি তাদের ‘আবর্জনা’ হিসেবে অভিহিত করেন। একইভাবে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরকেও ‘আবর্জনা’ বলে উল্লেখ করেন। যদিও ইলহান মার্কিন নাগরিক, তার পূর্বপুরুষরা সোমালিয়ার বাসিন্দা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত