ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

গাজার ধ্বংসস্তূপেই জীবনের জয়গান: ৫৪ দম্পতির গণবিয়ে

২০২৫ ডিসেম্বর ০৩ ২১:৫০:৪৫

গাজার ধ্বংসস্তূপেই জীবনের জয়গান: ৫৪ দম্পতির গণবিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: চারপাশে যুদ্ধের ক্ষতচিহ্ন, জীর্ণ ভবন আর কংক্রিটের ধ্বংসস্তূপ—তারই মাঝে বেজে উঠল বিয়ের সানাই। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার খান ইউনিসে ৫৪ জন তরুণ-তরুণী এক গণবিবাহ অনুষ্ঠানের মাধ্যমে নতুন জীবনে পা রাখলেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ধ্বংসাবশেষের ওপর লাল গালিচা বিছিয়ে এই ব্যতিক্রমী ও সাহসী আয়োজটি সম্পন্ন হয়।

জমকালো এই অনুষ্ঠানে বরদের পরনে ছিল কালো স্যুট-টাই আর কনেরা সেজেছিলেন ফিলিস্তিনি ঐতিহ্যের লাল-সাদা পোশাকে। হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও ফুলের তোড়া। ধ্বংসযজ্ঞের মাঝেও নেচে-গেয়ে এই উৎসব উদযাপন করেন স্থানীয়রা। সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক দাতব্য সংস্থা ‘আল-ফারিস আল-শাহিম ফাউন্ডেশন’ এই গণবিয়ের আয়োজন করে।

কারাম মুসায়েদ নামের এক বর বলেন, ‘দীর্ঘ ভোগান্তি, ক্ষুধা আর স্বজন হারানোর বেদনার পর আমাদের এমন একটি সুখের মুহূর্ত খুব প্রয়োজন ছিল, যা আমাদের হৃদয়কে পুনরায় জীবন্ত করতে পারে।’ হিকমত উসামা নামের আরেক বর বলেন, ধ্বংস আর যুদ্ধের পর নতুন জীবন শুরু করতে পারা এক অতুলনীয় অনুভূতি।

আয়োজক সংস্থার কর্মকর্তা শরিফ আল-নাইরাব জানান, বিশ্বকে বার্তা দিতেই তারা ইচ্ছাকৃতভাবে ধ্বংসস্তূপের মাঝে এই স্থানটি বেছে নিয়েছেন। তিনি বলেন, ‘গাজার মানুষ ধ্বংসাবশেষ থেকেই উঠে দাঁড়াবে এবং আবারও আনন্দে ফিরবে।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চলছে। যদিও এর মাঝেও সংঘাতে এখন পর্যন্ত ৩৬০ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত