ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে আরও ৩০ দেশ
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র আরও বহু দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিষয়টি মূল্যায়ন করছেন এবং নতুন তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোর সংখ্যা ৩০-এর বেশি হতে পারে।
নোম বলেন, “আমি নির্দিষ্ট সংখ্যা বলছি না, তবে এটি ৩০-এর বেশি। প্রেসিডেন্ট এখনও দেশগুলোর বিষয়ে মূল্যায়ন করছেন।” তিনি আরও যোগ করেন, “যদি কোনো দেশের সরকার স্থিতিশীল না থাকে, নাগরিকদের পরিচয় যাচাই করতে না পারে, আমরা কেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেই?”
গত জুনে ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরবর্তীতে আরও ৭টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করা হয়। প্রথম ১২টির মধ্যে ছিল আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এই নিষেধাজ্ঞার আওতায় অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরাও পড়েছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথি অনুযায়ী ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বিবেচনা করছে। এই সম্প্রসারণ ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্য হত্যার পর প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন পদক্ষেপের অংশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ওই হামলাটি একজন আফগান নাগরিকের দ্বারা পরিচালিত হয়েছিল, যিনি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ওই কর্মসূচিতে যথাযথ যাচাই-বাছাই হয়নি।
এর আগে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ থাকা বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জমা দেওয়া অভিবাসন আবেদন স্থগিত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার