ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে আরও ৩০ দেশ
আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্র আরও বহু দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিষয়টি মূল্যায়ন করছেন এবং নতুন তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলোর সংখ্যা ৩০-এর বেশি হতে পারে।
নোম বলেন, “আমি নির্দিষ্ট সংখ্যা বলছি না, তবে এটি ৩০-এর বেশি। প্রেসিডেন্ট এখনও দেশগুলোর বিষয়ে মূল্যায়ন করছেন।” তিনি আরও যোগ করেন, “যদি কোনো দেশের সরকার স্থিতিশীল না থাকে, নাগরিকদের পরিচয় যাচাই করতে না পারে, আমরা কেন তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেই?”
গত জুনে ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। পরবর্তীতে আরও ৭টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করা হয়। প্রথম ১২টির মধ্যে ছিল আফগানিস্তান, চাদ, ইরিত্রিয়া, মিয়ানমার, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এই নিষেধাজ্ঞার আওতায় অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী এবং ব্যবসায়ীরাও পড়েছেন।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথি অনুযায়ী ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বিবেচনা করছে। এই সম্প্রসারণ ওয়াশিংটনের ন্যাশনাল গার্ড সদস্য হত্যার পর প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন পদক্ষেপের অংশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ওই হামলাটি একজন আফগান নাগরিকের দ্বারা পরিচালিত হয়েছিল, যিনি ২০২১ সালে পুনর্বাসন কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ওই কর্মসূচিতে যথাযথ যাচাই-বাছাই হয়নি।
এর আগে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ থাকা বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জমা দেওয়া অভিবাসন আবেদন স্থগিত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান