ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

তিন দাবিতে ঢাবি ভিসি-হল প্রভোস্টকে জালালের লিগ্যাল নোটিশ 

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৮:২৪:৪০

তিন দাবিতে ঢাবি ভিসি-হল প্রভোস্টকে জালালের লিগ্যাল নোটিশ 

নিজস্ব প্রতিবেদক: হলের সিট ফিরিয়ে দেওয়া, মব সন্ত্রাসের বিচার এবং অবৈধ শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জ্বালাময়ী জালাল।

আজ বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে এই নোটিশ পাঠান ডাকসুর সাবেক এই ভিপি প্রার্থী। ডাকসু নির্বাচনের আগেই হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। একইসঙ্গে তার হলের সিট বাতিল করা হয়।

উকিল নোটিশে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কারণে তিনি তিন বার জেলে গিয়েছিল, পাঁচটি মামলা খেয়েছিল, জেল-জুলুম, মামলা-হামলার মধ্যে দিয়ে তার জীবন গেছে। সেই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় আইন-আদালত বিষয়ে সমন্বয়ক ছিলেন, এখনও আছেন। তাই তিনি পতিত স্বৈরশাসকদের টার্গেট ছিলেন ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) নির্বাচনকে বলা হয় দেশের দ্বিতীয় পার্লামেন্ট। তিনি একজন ডাকসুর ভিপি পদ প্রার্থী। বর্তমানে রানিং ছাত্রদের তার সম্পর্ক ভালো ছিল। ডাকসু নির্বাচনে তাকে ঠেকাতে মব করা হয়েছে কিনা সেটা তদন্ত করা উচিত ।

এমতাবস্থায় আমি আমার মক্কেলের পক্ষে তিন দফা দাবি জানাচ্ছি।

১। মব সন্ত্রাসের সাথে জড়িত সবাইকে যথাযথ শাস্তি প্রদান করতে হবে ।নিরাপত্তা দিতে ব্যর্থ হল প্রশাসন, প্রক্টর এবং পুলিশ প্রশাসন কে ক্ষমা চাইতে হবে ।

২) অযৌক্তিক ও অবৈধভাবে বাতিল করা জালান আহমদ এর বৈধ একক সিট ফিরিয়ে দিতে হবে ।

৩) ঢাকা বিশ্ববিদ্যায়ের হাজী মুহম্মদ মুহসীন হল সহ কয়েকটি হলে অবৈধ ও অনৈতিকভাবে অবস্থানরত বহিরাগত ও মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করে দিতে হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত