ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ফোনালাপ

২০২৫ সেপ্টেম্বর ১৮ ১৬:৩৩:৩৫

নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি সাম্প্রতিক দূর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন এবং নেপালের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টায় ভারতের সমর্থন ব্যক্ত করেন। এছাড়া আগামী নেপালের জাতীয় দিবসের প্রাক্কালে মোদী উষ্ণ শুভেচ্ছা জানিয়ে নেপালবাসীর প্রতি আন্তরিক সখ্যতার বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক্স (সাবেক টুইটার)-এ প্রধানমন্ত্রী মোদী জানান, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে একটি আন্তরিক ফোনালাপ হয়েছে। তিনি সাম্প্রতিক মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার কার্কির প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থন জানান।

এছাড়া, নেপালের জাতীয় দিবস উপলক্ষে মোদী উষ্ণ শুভেচ্ছা জানান কার্কি ও নেপালের জনগণকে।

ক্ষমতা পরিবর্তনের পর এটি ছিল দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ, যা প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে।

এই ফোনালাপটি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ভবিষ্যতে নেপাল ও ভারতের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও প্রসার লাভ করতে পারে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত