ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
ট্রাম্পের তালিকায় বিশ্বের ২৩ মাদকপাচারকারী দেশ যেগুলো
আন্তর্জতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বে ২৩টি দেশকে “বড় ধরনের মাদক উৎপাদক ও পাচারকারী” হিসেবে তালিকাভুক্ত করেছেন। তার মতে, এই দেশগুলো অবৈধ মাদক ও কাঁচামাল উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলছে।
ট্রাম্পের ঘোষণায় উল্লেখ করা দেশগুলোর মধ্যে আছে আফগানিস্তান, ভারত, চীন, পাকিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া, ভেনেজুয়েলা সহ ২৩টি দেশ। এই তালিকা সোমবার মার্কিন কংগ্রেসে জমা দেওয়া ‘প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন’-এর মাধ্যমে প্রকাশ করা হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক সরবরাহ ও পাচারের জন্য দায়ী করা হয়েছে। তবে এই তালিকাভুক্তি মানে এই নয় যে, সংশ্লিষ্ট দেশগুলো মাদকবিরোধী কার্যক্রমে কোনোভাবে সহযোগিতা করছে না। বরং এটি তাদের ভূগোল, অর্থনীতি ও বাণিজ্যিক বাস্তবতার ওপর নির্ভর করছে, যা অনেক সময় শক্ত আইন প্রয়োগ সত্ত্বেও মাদক উৎপাদন ও পাচার বন্ধ করা কঠিন করে তোলে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত ২৩ দেশের মধ্যে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলম্বিয়া ও ভেনেজুয়েলা আন্তর্জাতিক মাদকবিরোধী চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়েছে। এ জন্য এই দেশগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।
ট্রাম্প চীনের প্রসঙ্গে বলেন, দেশটি “বিশ্বের সবচেয়ে বড় মাদক কাঁচামাল সরবরাহকারী” এবং অবৈধ ফেন্টানিল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে চীনের মাধ্যমে নাইটাজিনস, মেথঅ্যামফেটামিনসহ অন্যান্য কৃত্রিম মাদক বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়ছে। তিনি বেইজিংকে এই প্রবাহ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের ব্যবস্থা নিতে বলেন।
আফগানিস্তান নিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তালেবান দেশটিতে মাদক উৎপাদন বন্ধের ঘোষণা দিলেও মেথঅ্যামফেটামিন উৎপাদন ও বিপুল মজুদ চলমান রয়েছে। এ থেকে অর্জিত অর্থ আন্তর্জাতিক অপরাধচক্র ও সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় ব্যবহৃত হচ্ছে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ফেন্টানিলসহ প্রাণঘাতী মাদক আমদানির কারণে যুক্তরাষ্ট্র জাতীয় জরুরি পরিস্থিতির মুখোমুখি এবং এটি ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ