ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

৮ রানে নাটকীয় জয়, বেঁচে রইল বাংলাদেশের স্বপ্ন

২০২৫ সেপ্টেম্বর ১৭ ০০:৫৯:৫৯

৮ রানে নাটকীয় জয়, বেঁচে রইল বাংলাদেশের স্বপ্ন

স্পোর্টস ডেস্ক: রুদ্ধশ্বাস এক ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে পরাজিত করে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত এই বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে লিটন দাসের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন তামিম। জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ইনিংস থেমে যায় ১৪৬ রানে।

বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদের নিয়ন্ত্রিত বোলিং জয়ে মুখ্য ভূমিকা রাখে। যদিও মাঝের ওভারগুলোতে আফগানরা বেশ ভালোভাবেই টিকে ছিল, কিন্তু শেষ দিকে ফিজের জোড়া উইকেট রশিদ খানের দলকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

রান তাড়ায় নেমে আফগানিস্তান প্রথম বলেই উইকেট হারায়, নাসুম আহমেদ সেদিকউল্লাহ অটলকে এলবিডব্লিউ করেন। প্রথম ওভারে কোনো রান দেননি নাসুম। ইব্রাহিম জাদরানও (জীবন পেয়েও) ইনিংস বড় করতে পারেননি, নাসুমের বলে তিনিও এলবিডব্লিউর শিকার হন। পাওয়ারপ্লেতে বাংলাদেশ মাত্র ২৭ রান দেয়। এরপর ম্যাচ দুদিকেই হেলেছিল; বাংলাদেশ নিয়মিত বিরতিতে সাফল্য পেলেও আফগানরা বাউন্ডারি হাঁকিয়েছে। শামীম ও সাইফ হাসান বেশ খরুচে বোলিং করেন।

আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ এবং আজমতউল্লাহ ওমরজাই বড় রানের দেখা পেলেও বাকিরা তেমন কিছু করতে পারেননি। রশিদ খান ২০ রানের ঝোড়ো ব্যাটিং করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ দিকে নুর আহমেদরা কেবল হারের ব্যবধান কমিয়েছেন। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন, এছাড়া নাসুম, রিশাদ ও তাসকিন দুটি করে উইকেট পান।

এর আগে, টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লিটন দাস। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন। এক প্রান্তে তামিম আক্রমণাত্মক ব্যাটিং করলেও সাইফ রান তুলতে বেগ পান। সাইফ ২৮ বলে ৩০ রান করে পাওয়ার প্লে শেষেই ফিরে যান। এরপর তিনে নেমে লিটন দাসও (১১ বলে ৯ রান) সুবিধা করতে পারেননি। ২৮ বলে ফিফটির পর তামিম ৫২ রানে থাকা অবস্থায় আউট হন।

পাঁচে নেমে শামীম পাটোয়ারী (১১ রান) আক্রমণাত্মক খেলতে চেয়েও ব্যর্থ হন। মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ক্রিজে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি, ২০ বলে ২৬ রান করেন। শেষদিকে জাকের আলি (১৩ বলে অপরাজিত ১২) সংগ্রাম করেন, আর নুরুল হাসান সোহান ৬ বলে অপরাজিত ১২ রান করে দলকে ১৫৪ রানে পৌঁছাতে সাহায্য করেন।

টি-টোয়েন্টিতে ছড়ি ঘুরানো রশিদ খানদের বিপক্ষে শুরু থেকেই দাপট বজায় রেখে ব্যাট হাতে শুরুর ঝলক এবং বল হাতে নাসুম-রিশাদদের আগুনে শুরু বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছে। এর মধ্য দিয়ে বিদেশের মাটিতে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল লাল-সবুজের দল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত