ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

লিভারের ৭৫% ক্ষতির পরও অমিতাভের অটুট শক্তি

২০২৫ সেপ্টেম্বর ১৬ ১৪:৫৬:০০

লিভারের ৭৫% ক্ষতির পরও অমিতাভের অটুট শক্তি

বিনোদন ডেস্ক: বয়সকে কখনো মাথায় আনেননি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ৮২ বছর বয়সেও তার অভিনয় দক্ষতা এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে যাচ্ছে। প্রতিদিন কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি, যা তার শক্তিশালী কর্মজীবনের পরিচায়ক।

তবে দীর্ঘদিন ধরে অমিতাভ নানা রোগের সঙ্গে লড়াই করছেন, যা প্রকাশ্যে আনেননি তিনি। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় গুরুতর এক দুর্ঘটনায় তার পেটে চোট লেগেছিল, এমনকি চিকিৎসকেরা এক সময় তাকে মৃত বলেও ঘোষণা করেছিলেন। সেই সময়ের একটি ভুলের কারণে আজও তার স্বাস্থ্যে প্রভাব রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় স্টান্টের ঘটনায় অমিতাভ হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হন। এতে তার লিভারের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। সুস্থ থাকার জন্য তিনি খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। মাছ-মাংস এড়িয়ে চলেন, ডাল, সবজি, রুটি এবং দই-ভাত খেয়ে থাকেন। পাশাপাশি আমলা ও তুলসীর রসও পান। মদ্যপান ও ধূমপান সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ১৯৮২ সালের দুর্ঘটনার সময় ২০০ জন রক্তদাতা তার জন্য রক্ত দিয়েছিলেন। এর মধ্যে একজনের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস থাকায় তিনি সংক্রমিত হন। ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা হ্রাস পায়। ২০০০ সালের আগে পর্যন্ত তিনি বিষয়টি জানতে পারেননি, এবং পরবর্তীতে যক্ষ্মার সঙ্গে লড়াই চালিয়ে কয়েক বছর ধরে দিনে ৮–১০টি ওষুধ খেতে হয়েছে।

অমিতাভ নিজেও জানিয়েছেন, “আমার লিভারের ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্ত, তাই এখন আমি বাকি ২৫ শতাংশ লিভারের সাহায্যে বেঁচে আছি।” এই ঘটনার পর থেকে তিনি নিজের জীবনধারা পরিবর্তন করেছেন এবং ফিটনেসের প্রতি বিশেষ যত্ন নেন। ফলে ৮২ বছর বয়সেও তিনি সুস্থ ও কর্মক্ষম।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত